নয়াদিল্লি: শুক্রবার রাত নটা ২০ মিনিট৷ ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পা রাখেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান৷ গোটা দেশজুড়ে ফেটে পড়ে উৎসাহ৷ সীমান্তে দাঁড়িয়েই বলেন, দেশে ফিরতে ভালো লাগছে৷ ভারতে মাটিতে পা রাখার পর এবার পাকিস্তানে বন্দি থাকা সেই অভিশপ্ত রাতের কথা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনকে জানালেন অভিনন্দন বর্তমান৷
আজ, শনিবার হাসপাতালে অভিনন্দন বর্তমানের সঙ্গে দেখা করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন৷ সেখানে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা৷ দেশে ফিরে কেমন লাগছে, তাও জানতে চান প্রতিরক্ষামন্ত্রী৷ ভারতে ফেরার পর তাঁর কোনও সমস্যা হচ্ছে কি না তাও জানতে চান৷ জবাব দেন অভিনন্দন৷ বলেন, ‘‘খুব শীঘ্রই কাজে ফিরব৷’’ আপাতত কিছু পরীক্ষা নিরিক্ষা করার পর তাঁকে ছুটিতে পাঠানো হবে বলে খবর৷
#Visual: Defence Minister Nirmala Sitharaman met Wing Commander Abhinandan Varthman at a hospital in Delhi today. pic.twitter.com/WD927TQHOV
— ANI (@ANI) March 2, 2019
তারপর অভিনন্দর রয়েছেন বায়ুসেনা হাসপাতালে৷ দিল্লিতে মিলিটারি হসপিটালে তাঁর মেডিক্যাল চেক আপ চলছে৷ সেখান থেকে তাঁকে এয়ার ফোর্সের হস্টেলে নিয়ে যাওয়া হবে৷ নিয়মমাফিক এবার তাঁকে কয়েকদফা প্রশ্নের মুখে পড়তে হবে। যুদ্ধবন্দিরা দেশে ফিরলে গোয়েন্দারা তাঁদের থেকে জানার চেষ্টা করেন তাঁরা কোনও গোপন তথ্য শত্রু দেশকে দিয়েছেন কিনা। শত্রু কোনওভাবে তাঁদের মগজ ধোলাই করেছে কিনা।
শুক্রবার উইং কম্যান্ডারের দেশে ফেরা নিয়ে টুইট করেন সমাজের সর্বস্তরের মানুষ। তাঁদের মধ্যে বিশিষ্ট রাজনীতিকরা যেমন ছিলেন, তেমনই ছিলেন খেলাধুলা, সঙ্গীত ও চলচ্চিত্র জগতের সেলিব্রিটিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন, ওয়েলকাম হোম, উইং কম্যান্ডার অভিনন্দন। আপনার সাহস দেখে সারা দেশ গর্বিত। আমাদের সশস্ত্র বাহিনী দেশের ১৩০ কোটি নাগরিকের কাছে প্রেরণাস্বরূপ৷