কীভাবে অত্যাচার করে ছিল পাকিস্থান? জানালেন অভিনন্দন

নয়াদিল্লি: বালাকোট হামলার পর ভিডিও প্রকাশ করে পাক সরকার দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের উপর কোনও অত্যাচার করা হয়নি৷ আঘাতের চিহ্ন ছিল তাঁর শরীরে, তা সবই স্থানীয় মানুদের আক্রোশের ফল৷ পাক সরকারের এই তথ্য পুরোপুরি মাটিতে মিলিয়ে দিলেন অভিনন্দন৷ লম্বা ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়ে, সেই অত্যাচারের কাহিনি তুলে ধরলেন উইং কমান্ডার

কীভাবে অত্যাচার করে ছিল পাকিস্থান? জানালেন অভিনন্দন

নয়াদিল্লি: বালাকোট হামলার পর ভিডিও প্রকাশ করে পাক সরকার দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের উপর কোনও অত্যাচার করা হয়নি৷ আঘাতের চিহ্ন ছিল তাঁর শরীরে, তা সবই স্থানীয় মানুদের আক্রোশের ফল৷ পাক সরকারের এই তথ্য পুরোপুরি মাটিতে মিলিয়ে দিলেন অভিনন্দন৷ লম্বা ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়ে, সেই অত্যাচারের কাহিনি তুলে ধরলেন উইং কমান্ডার অভিনন্দন৷

অভিনন্দন জানিয়েছেন, পাক সেনার হাতে ধরা পড়ার ৪-৫ ঘণ্টার মধ্যেই ইসলামাবাদের পাক সেনাবাহিনীর আবাসন থেকে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে রাওয়ালপিন্ডিতে নিয়ে যায় আইএসআই অপারেটিভরা। তারপর টানা ৪০ ঘণ্টা ধরে তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার চলে৷ তাঁকে একটি ঘরে আটকে রাখা হয়৷ চোখের সামনে উজ্জ্বল আলো জ্বেলে রাখা হয়৷ সেই সঙ্গে কানের পাশে সমানে উচ্চগ্রামে গান বাজনো হয়৷ প্রতি আধঘণ্টা অন্তর একজন করে আইএসআইয়ের অফিসার এসে তাঁকে প্রচন্ড মারধর করে৷

গত ২৬ ফেব্রুয়ারি পাক জেটকে তাড়া করতে গিয়ে বিপদে পড়েছিলেন এই ভারতীয় বায়ুসেনার উইংমান্ডার৷ প্রাণে বাঁচলেও তাঁর প্যারাসুট অবতরণ করে পাক ভুখণ্ডে৷ স্থানীয় পাকিস্তানিরা যখন তাঁকে মারধর করছিল৷ সেই সময় তাঁকে উদ্ধার করে এনছিল বলে দাবি করেছিল পাক সেনা৷ সেই দাবি সঠিক বলেই জানিয়েছেন অভিনন্দন৷ ইসলামাবাদের পাক সেনার মেসে এনে তাঁকে চা-কফিও খাওয়ানো হয়। মুক্তির পর পাক সরকার যে ভিডিও প্রকাশ করেছিল, তাতে যে চা খাওয়ার ফুটেজ রয়েছে, তা সেই সময়ই তোলা হয়েছিল৷ কিন্তু, তার কিছু পরেই আইএসআই তাঁকে তুলে নিয়ে গিয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =