নিজের আধার তথ্য নিজেই সুরক্ষিত রাখবেন কীভাবে?

নয়াদিল্লি: বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত করতে এবার ‘লক’ বা ‘আনলক’ পরিষেবা চালু করেছে ইউআউডিএআই কর্তৃপক্ষ৷ বহুবার আধার তথ্যের সুরক্ষা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে৷ এবার তাই নিজের তথ্য সুরক্ষিত রাখার ভার গ্রাহকদের হাতেও তুলে দিয়েছে কর্তৃপক্ষ৷ তাই এবার নিজেই নিজের তথ্য সুরক্ষিত রাখুন৷ কীভাবে ‘লক’ বা ‘আনলক’ করবেন? প্রথমেই গ্রাহককে যেতে হবে ইউআইডিএআই-র অনলাইন পোর্টালে। ‘এমআধার’ মোবাইল

নিজের আধার তথ্য নিজেই সুরক্ষিত রাখবেন কীভাবে?

নয়াদিল্লি: বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত করতে এবার ‘লক’ বা ‘আনলক’ পরিষেবা চালু করেছে ইউআউডিএআই কর্তৃপক্ষ৷ বহুবার আধার তথ্যের সুরক্ষা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে৷ এবার তাই নিজের তথ্য সুরক্ষিত রাখার ভার গ্রাহকদের হাতেও তুলে দিয়েছে কর্তৃপক্ষ৷ তাই এবার নিজেই নিজের তথ্য সুরক্ষিত রাখুন৷

কীভাবে ‘লক’ বা ‘আনলক’ করবেন? প্রথমেই গ্রাহককে যেতে হবে ইউআইডিএআই-র অনলাইন পোর্টালে। ‘এমআধার’ মোবাইল অ্যাপের মাধ্যমেও এই সুবিধা পাবেন গ্রাহক৷ পোটালে গেলেই ‘লক/আনলক বায়োমেট্রিকস’ অপশনটি পেয়ে যাবেন। সেখানে ক্লিক করতে হবে৷ এরপরেই গ্রাহকের ১২ সংখ্যার আধার নম্বর ও চার সংখ্যার একটি সিকিউরিটি কোড চাওয়া হবে৷ সেগুলি দিয়ে ‘সেন্ড ওয়ান টাইম পাসোয়ার্ড’ বা ওটিপিতে ক্লিক করতে হবে৷

ওই আধার নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল নম্বরে ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে লগইন কের ‘লক’ অপশন সক্রিয় করতে হবে৷ কোনও কারণে কেউ যদি আবার অপশনটি বন্ধ করে দিতে চান, সে সুযোগও থাকছে। সেক্ষেত্রে একইভাবে ‘আনলক’ অপশনটি সক্রিয় করা যাবে৷ কিন্তু, মনে রাখতে হবে ১০ মিনিটের জন্য সেটি খোলা থাকবে। তারপরে অটোমেটিক ‘লক’ হয়ে যাবে আবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 4 =