PM Kisan: মেসেজ আসেনি? টাকা ঢুকেছে কিনা জানবেন কী ভাবে

PM Kisan: মেসেজ আসেনি? টাকা ঢুকেছে কিনা জানবেন কী ভাবে

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১১ তম কিস্তির ২ হাজার টাকা প্রদান করল কেন্দ্র। গতকালই জানান হয়েছিল যে, ১০ কোটির বেশি নথিভুক্ত কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। প্রায় ২১ হাজার কোটি টাকা দেওয়া হবে। সেই মতো টাকা অনেকের ঢুকেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে, তাঁদের ফোনে মেসেজ আসবে। এইভাবেই বোঝা যাবে যে টাকা ঢুকেছে না ঢোকেনি। কিন্তু যাদের ফোনে মেসেজ আসেনি তারা কী ভাবে বুঝবেন টাকা পেয়েছেন কিনা? তা জানার ব্যবস্থাও আছে।

আরও পড়ুন- ডায়মন্ড হারবারে পেট্রোল পাম্প থেকে উদ্ধার পুলিশকর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য

টাকা ঢুকেছে কিনা জানার জন্য প্রথমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট ‘pmkisan.gov.in’-তে যেতে হবে। তারপর ডানদিকের ‘Farmers Corner’-এ ‘Beneficiary Status’ ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর কিংবা মোবাইল নম্বর, এই তিন অপশনের মধ্যে একটা বেছে নিতে হবে। যে কোনও একটি বিকল্প বেছে নিয়ে সেইমতো নম্বর পুট করতে হবে। তারপর ‘Get Data’ অপশনে ক্লিক করুন, জেনে যাবেন অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে না পড়েনি। আসলে নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা জমা হয়ে যায়।

এর আগে ১ জানুয়ারি কৃষকদের দশম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। তিন কিস্তিতে চার মাস অন্তর এই অর্থ কৃষি মন্ত্রকের তরফে দেওয়া হয়। কিসান যোজনার সুবিধা পেতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। প্রথমত নিজের নামে জমি থাকতে হয়। স্বামী –স্ত্রী দুজনের নামে জমি থাকলে যে কোনও একজন এই সুবিধা পাবেন। তবে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে যে, কোনও কৃষক যদি নিয়ম লঙ্ঘন করে এই যোজনায় নিজের নাম নথিভুক্ত করেন, তাহলে তিনি এতদিন যা টাকা পেয়েছেন সব ফেরত দিতে হবে তাঁকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *