৫২.৬২ লক্ষ KYC আপডেট করল EPFO, আপনার PF অ্যাকাউন্ট Edit করবেন কী ভাবে?

৫২.৬২ লক্ষ KYC আপডেট করল EPFO, আপনার PF অ্যাকাউন্ট Edit করবেন কী ভাবে?

নয়াদিল্লি:  করোনা প্যান্ডেমিকের মধ্যেই উপভোক্তাদের কেওয়াইসি আপডেট করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)৷ গত এপ্রিল ও মে মাসে  ৫২.৬২ লক্ষ উপভোক্তার কেওয়াইসি আপডেট করা হয়েছে৷ করোনা পরিস্থিতির মধ্যে ইপিএফও উপভোক্তারা যাতে অনলাইন প্রভিডেন্ট ফান্ড (পিএফ)-এর সুবিধা পেতে পারেন, সেই জন্যই এই পদক্ষের করা হয়৷

৩৯.৯৭ লক্ষ উপভোক্তার আধার কার্ড, ৯.৮৭ লক্ষ উপভোক্তার মোবাইল নম্বর এবং ১১.১১ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে৷ ইপিএফও-র তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘কোভিড-১৯ প্যান্ডেমিকে অনলাইন সার্ভিসকে আরও বিস্তৃত করতে গত দুই মাসে ৫২.৬২ লক্ষ উপভোক্তার কেওয়াইসি আপডেট করা হয়েছে৷ পাশাপাশি কোনও তথ্যে ভুল থাকলে তা সংশোধনও করা হয়েছে৷’’ যার ফলে গত দুই মাসে ৪.৮১ লক্ষ নাম, ২.০১ লক্ষ জন্ম তারিখ এবং ৩.৭০ লক্ষ আধার নম্বর সংশোধন করা হয়েছে৷ 

কেওয়াইসি আপডেটের ফলে একজন গ্রাহক সহজেই অনলাইন পরিষেবা উপভোগ করতে পারবেন৷ কেওয়াইসি তথ্যের মধ্যে থাকে ব্যাংক ডিটেইলস, প্যান এবং আধার নম্বর৷ তবে অনলাইন পরিষেবা পাওয়ার জন্য প্রতিটি তথ্য সঠিক হতে হবে৷
 

ইপিএফও পোর্টালে পরিবর্তন-

এর জন্য ইপিএফও পোর্টালে ভিজিট করতে পারেন কিংবা ইপিএফও’র UAN পোর্টালে আপনাকে লগইন করতে হবে৷ তথ্য পরিবর্তন করার পর আপনি সহজেই এই পরিষেবা উপভোগ করতে পারবেন৷ এর জন্য কর্তৃপক্ষের প্রত্যায়নের প্রয়োজন নেই৷ লগইন করে মাসিক স্টেটমেন্টও দেখা যেতে পারে৷ ইপিএফও প্রতিটি বেতনভোগী কর্মচারীকে পিএফ অ্যাকাউন্ট সংশোধনের সুযোগ দিয়ে থাকে৷ অনলাইনে জন্ম তারিখ, নাম এবং অন্যান্য তথ্য সংশোধন করতে পারবেন৷ সংশোধনের ক্ষেত্রে বর্তমানে আধার কার্ডে থাকা জন্ম তারিখকে বৈধ প্রমাণ হিসাবে গ্রহণ করা হচ্ছে৷ 

কী ভাবে ইপিএফ অ্যাকাউন্ট এডিট এবং সংশোধন করতে হবে?

প্রথমে ইপিএফও’র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে৷
তথ্য সংশোধন বা কেওয়াইসি আপডেট করার জন্য প্রয়োজন হবে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের (ইউএএন)৷ ইউএএন এবং পার্সওয়ার্ড দিয়ে লগইন করতে হবে৷
মডিফাই বেসিক ডিটেইলস’ এর পর ম্যানেজ অপশনে ক্লিক করুন৷
আপনার দেওয়া তথ্য আধার কার্ডের সঙ্গে মিলে গেলে, কোনও পরিবর্তন করা যাবে না৷ মিল না থাকলে প্রয়োজনীয় তথ্য সংশোধন করে নিতে পারবেন৷
সবশেষ ‘আপডেট ডিটেইলস’-এ ক্লিক করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =