ভোটের ফলে বিজেপিকে কতটা বেগ দেবে শরিক শিবসেনা?

আজ বিকেল: শিবসেনাকে নিয়ে বিজেপির শাঁখের কড়াত দশা। যেতেও কাটছে আসতেও কাটছে। কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় প্রকাশ্যেই অমিত শাহকে কটাক্ষ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তাঁর সাফ যুক্তি, ‘অমিতশাহও ভগবান নন, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও সাধু নন’। যখনই গেরুয়া শিবির ভাবে এবার বোধহয় ঠাকরে ভাইরা সমর্থন করল, ওমা কোথায় কি। ফের সুযোগসুবিধা চেয়ে এনডিএ সরকারকে

6372ea032dfca09cb9ed4d330f4dfdcc

ভোটের ফলে বিজেপিকে কতটা বেগ দেবে শরিক শিবসেনা?

আজ বিকেল: শিবসেনাকে নিয়ে বিজেপির শাঁখের কড়াত দশা। যেতেও কাটছে আসতেও কাটছে। কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় প্রকাশ্যেই অমিত শাহকে কটাক্ষ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তাঁর সাফ যুক্তি, ‘অমিতশাহও ভগবান নন, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও সাধু নন’। যখনই গেরুয়া শিবির ভাবে এবার বোধহয় ঠাকরে ভাইরা সমর্থন করল, ওমা কোথায় কি।

ফের সুযোগসুবিধা চেয়ে এনডিএ সরকারকে বিপাকে ফেলা। এভাবেই চলছে গত দুটি বছর। তবে ভোটের আগে উদ্ধব ঠাকরে আচমকাই বিজেপিকে সমর্থনের ইচ্ছে প্রকাশ করায় হাঁফ ছেড়ে বেঁচেছে মোদি সরকার। অন্যদিকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে এবার আর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাঁর ইচ্ছে ছিল মহারাষ্ট্রে এনসিপি কংগ্রেস জোটে ভিড়ে যাবেন। তবে শরদ পাওয়ারে দলের তাতে মত না থাকায় সে ইচ্ছেকে বলি দিয়ে হয়েছে। সে যাইহোক গে, রাজ ঠাকরে সাফ জানিয়েছেন তাঁর সমর্থকরা এনসিপি কংগ্রেস জোটের সঙ্গেই আছে।

এদিকে ভোটের ময়দানে যদি শেষ হাসি বিজেপির করায়ত্তে না আসে তাহলে শরিক শিবসেনা যেফের বেগ দেবে এনিয়ে একেবারে নিশ্চিত মোদি-শাহ জুটি। এমনিতেই কখনও নোটবন্দি, কখনও জিএসটি কখনও বা কৃষক মৃত্যুর ইস্যুকে সামনে রেখে এনডিএ বিশেষ করে বিজেপিকে তুলোধনা করতে ছাড়ে না শিবসেনা। এবার যদি জোট সরকারে চাপে প্রামাণ্য সংখ্যা গরিষ্ঠতা না আসে তাহলে বিজেপির বিপদ আসন্ন। শিবসেনা ক্ষমতা পেতে সহযোগিতা করলেই উদ্ধব ঠাকরের দাবির বহড় বেড়ে যাবে।

পাল্লা দিয়ে বিপদে পড়ার সম্ভাবনাও বিজেপির সামনে খোলা থাকছে। এই যে ভোটের আগে উদ্ধবের ভোলবদল নিয়ে অন্য শরিক আরএসএস যেমন সন্দেহ প্রতাশ করেছে তেমন বিজেপির অনেকেই বিষয়টিতে সন্তুষ্ট নন। তবে ২৩-মের ফলাফলই নির্ধারণ করে দেবে মূল চালিকা শক্তি কে হতে চলেছে। শিবসেনা সুযোগ বুঝে দলবদল করতে পারে, তা সকলেরই জানা। তাই ঘর শত্রু বিভীষণকে বিশেষ পাত্তা দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। কিন্তু যেই না আলোচনায় মুম্বইকররা এসে পড়ে তখন সমর্থনের তাগিদে ভালবাসা দেখাতেই হয়। সর্বোপরি ভোট বড় বালাই। ফির সে মোদি সরকার গঠনে মহারষ্ট্রে জোট সরকারেকে বিপাকে ফেলতে বিজেপির নির্ণায়কের ভূমিকা নিতে পারে উদ্ধবের শিবসেনা, একথা অতিবড় শত্রুও অস্বীকার করবে না।

ভোটের ফলে বিজেপিকে কতটা বেগ দেবে শরিক শিবসেনা? জানান আপনার মতামত৷ আপনার মতামত প্রকাশিত হবে AajBikel.com-এ৷

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *