LIC বিক্রি করে কত টাকা মুনাফা লুটবে কেন্দ্র? জানলে চমকে উঠবেন

LIC বিক্রি করে কত টাকা মুনাফা লুটবে কেন্দ্র? জানলে চমকে উঠবেন

নয়াদিল্লি:  বাজেট পেশ করার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন এলআইসি ও আইডিবিআইয়ের শেয়ার বিক্রি করে দেওয়া হবে। এই ঘোষণার পরেই দেশ জুড়ে তুমুল সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। বিরোধীরা এই শেয়ার বিক্রি নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েননি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার আশা করছে এলআইসির শেয়ার বিক্রি করে সরকার ৭০ হাজার কোটি টাকা আয় করতে পারবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যতই আইডিবিআই ও এলআইসির শেয়ার বিক্রি করতে উদ্যোগী হোক না কেন, এর আগে কেন্দ্র সরকারকে আইন পরিবর্তন করতে হবে।পরিবর্তন করতে হবে এলআইসির পরিকাঠামোতে। তবে কেন্দ্রীয় সরকার তাদের সিদ্ধান্ত কার্যকর করতে বদ্ধ পরিকর। কেন্দ্রীয় সরকার আশা করছে, এলআইসির শেয়ার বিক্রি করে কেন্দ্রীয় সরকার ৭০ হাজার কোটি টাকা আয় করতে পারবে। আইডিবিআই ও এলআইসির শেয়ার ছাড়ায় কেন্দ্রের নজরে বেসরকারিকরণের তালিকায় রয়েছে ভারত পেট্রোলিয়াম, এয়ার ইন্ডিয়ার মতো নামজাদা সংস্থা।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মুহূর্তে ভারতীয় বাজারের ৭৬.২৬ শতাংশ শেয়ার এলআইসি দখলে। বিগত অর্থবর্ষে দেশের বিভিন্ন জনমুখী প্রকল্পে ভারতীয় জীবন বিমা নিগম প্রায় ২ হাজার কোটি টাকার বিনিয়োগ করেছে। এমন একটি চূড়ান্ত লাভজনক সংস্থার আইপিও সরকার বাজারে ছাড়লে তা কেনার জন্য লোকের অভাব হবে না বলেই ধারণা তাদের। প্রসঙ্গত, ২০১৯ আর্থিক বছরে প্রিমিয়াম বাবদ এসআইসি-র আয় হয়েছিল প্রায় ৩ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা।

এদিকে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ বিরোধীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রাচীন এবং গর্বের সরকারি সংস্থাগুলিকে এইভাবে ধ্বংস করার সিদ্ধান্ত দেখে আমি হতবাক এবং স্তম্ভিত। এই সিদ্ধান্তের একদিকে মানে হল সুরক্ষার বিনাশ। তাহলে কি এটা একটা যুগের অবসান হতে চলেছে? এই প্রশ্ন তুলেই কেন্দ্রীয় সরকারের এলআইসি নিয়ে সিদ্ধান্তকে তুলোধনা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *