নয়াদিল্লি: পাকিস্তানের তিনটি জায়গায় হামলা চালিয়ে জঙ্গিশিবির গুঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনা সূত্রে খবর, হামলায় ব্যবহৃত এই ১ হাজার কেজি বোমার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা।
জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ ও চাকোটিতে জয়েশ-ই-মহম্মদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেওয়ার পরেই খাইবার-পাখতুনওয়া প্রদেশের বালাকোটে, জাবা পাহাড়ের উপরে থাকা জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মহম্মদের একটি প্রশিক্ষণ শিবিরে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। লেজার গাইডেড বোমার আঘাতে ধূলিস্যাৎ হয়ে যায় জঙ্গি প্রশিক্ষণ শিবির৷
বায়ুসেনা সূত্রে খবর, জঙ্গিঘাঁটি ধ্বংস করতে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান ব্যবহার করা হয়। তা থেকে যে সমস্ত বোমা ফেলা হয়, তার প্রতিটির ওজন প্রায় ১ হাজার কেজি। এই বোমাগুলির দাম প্রায় ৫৬ লক্ষ টাকা। এছাড়াও এই গোটা অভিযানের জন্য ৬ হাজার ৩০০ কোটি টাকার সমরাস্ত্র ব্যবহার করে বায়ুসেনা। অভিযান চালানোর জন্য ২ হাজার ৫৬৮ কোটি টাকার সামগ্রী ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি, মজুত রাখা হয়েছিল ৩ হাজার ৬৮৬ কোটি টাকার সমরাস্ত্র৷