অর্থাভাবে অর্থমন্ত্রী! ভোটে লড়ার সামর্থ নেই, জানেন নির্মলা সীতারামনের সম্পত্তি কত?

অর্থাভাবে অর্থমন্ত্রী! ভোটে লড়ার সামর্থ নেই, জানেন নির্মলা সীতারামনের সম্পত্তি কত?

কলকাতা:  অর্থাভাবে নাকি নির্বাচন লড়তে পারছেন না খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন! দল প্রস্তাব দিলেও আসন্ন লোকসভা নির্বাচনে ভোটে লড়বেন না তিনি। কারণ তাঁর কাছে নির্বাচনে লড়ার মতো প্রয়োজনীয় টাকা নেই৷ তাঁর এই কথা শুনে অনেকেই হতবাক৷ জানেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত?

১৯৫৯ সালের ১৮ অগাস্ট তামিলনাড়ুর মাদুরাইতে জন্ম নির্মলার। তিরুচিরাপল্লীর সীতালক্ষ্মী রামাস্বামী কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করার পর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও এম.ফিল ডিগ্রি করেন। ২০১৯ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২ কোটি টাকা। তবে তাঁর কাঁধে রয়েছে ৩০ লক্ষ টাকা ঋণের বোঝা৷ 

প্রধানমন্ত্রীর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২২ সালে অর্থমন্ত্রীর হাতে ছিল নগদ ৭,৩৫০ টাকা৷ বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের পরিমাণ ৩৫ লক্ষ ৫২ হাজার ৬৬৬ টাকা। নির্মলার পিপিএফ অ্যাকাউন্টে জমা রয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৭৬৩ টাকা৷ মিউচুয়াল ফান্ডে তাঁর বিনিয়োগের পরিমাণ ৫ লক্ষ ৮০ হাজার ৪২৪ টাকা। তবে তাঁর নামে কোনও বিমা পলিসি নেই।

তবে ১৯ বছরের একটি গৃহঋণ রয়েছে তাঁর নামে। তার পরিমাণ ৫ লক্ষ ৪৪ হাজার ৮২২ টাকা। এছাড়া এক বছরের ওভারড্রাফ্ট এবং ১০ বছরের একটি বন্ধক ঋণও রয়েছে। ওভারড্রাফ্টে ২ লক্ষ ৫৩ হাজার ৫৫ টাকা এবং বন্ধকী ঋণ রয়েছে ১৮ লক্ষ ৯৩ হাজার ৯৮৯ টাকার৷ 

অর্থমন্ত্রীর নিজস্ব কোনও গাড়ি নেই। তাঁর নামে একটি বাজাজ চেতক স্কুটার নথিভুক্ত রয়েছ৷, যার বাজার দর ২৮ হাজার ২০০ টাকা। তাঁর কাছে আনুমানিক ৩১৫ গ্রাম সোনা রয়েছে। যার দাম প্রায় ১৮ লক্ষ ৪৬ হাজার ৯৮৭ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *