ফনির তাণ্ডবে কতটা প্রভাব পড়েছে পুরীর জগন্নাথ মন্দিরে? জানলে চমকে উঠবেন

ওড়িশা: ঘূর্ণিঝড় ফনির দাপটে পুরীর জগন্নাথ মন্দির সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীজগন্নাথ টেম্পল অ্যাডিমিনিস্ট্রেশনের মুখ্য প্রশাসক পি কে মহাপাত্র বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে মন্দিরের সামান্য ক্ষতি হয়েছে। তবে মূল কাঠামোটি অক্ষতই রয়েছে। আমরা ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণকে খবর দিয়েছি।’ জগন্নাথ মন্দিরের অন্যতম প্রবেশ পথ বা সিংহদুয়ার যা লোকমুখে জয়-বিজয় দ্বার হিসেবে পরিচিত, সেটি ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই

b57ea52dba68850cfd984033999c75a4

ফনির তাণ্ডবে কতটা প্রভাব পড়েছে পুরীর জগন্নাথ মন্দিরে? জানলে চমকে উঠবেন

ওড়িশা: ঘূর্ণিঝড় ফনির দাপটে পুরীর জগন্নাথ মন্দির সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীজগন্নাথ টেম্পল অ্যাডিমিনিস্ট্রেশনের মুখ্য প্রশাসক পি কে মহাপাত্র বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে মন্দিরের সামান্য ক্ষতি হয়েছে। তবে মূল কাঠামোটি অক্ষতই রয়েছে। আমরা ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণকে খবর দিয়েছি।’ জগন্নাথ মন্দিরের অন্যতম প্রবেশ পথ বা সিংহদুয়ার যা লোকমুখে জয়-বিজয় দ্বার হিসেবে পরিচিত, সেটি ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই প্রবেশদ্বারের দু’পাশে জয় ও বিজয়ের দু’টি মূর্তি রয়েছে। মুখ্য প্রশাসক বলেন, ‘ঝড়ের তাণ্ডবে জয়ের মূর্তিটি আংশিক ভেঙেছে। তবে বিজয়ের মূর্তিটি অক্ষতই রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *