‘ছোটা মোদি’র সুইস অ্যাকাউন্টে কত আছে জানানে?

নয়াদিল্লি : নীরব মোদির ৪টি সুইস ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করল সুইস প্রশাসন৷ ৪টি অ্যাকাউন্টের মধ্যে রয়েছে নীরব ও তার বোন পূর্বী মোদির৷ ৪টি অ্যাকাউন্টে ৬০ লাখ মার্কিন ডলার রয়েছে৷ ভারতের এনফোর্সমেন্ট ডিরেকটরেটের আর্জিতেই এই অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে৷ টাকা পাচার রোধ আইনেই অ্যাকাউন্টগুলি বন্ধ রাখা হয়েছে বলে ঘবর৷ ভারত থেকে বেআইনি আর্থ সুইস ব্যাংকে রাখা

‘ছোটা মোদি’র সুইস অ্যাকাউন্টে কত আছে জানানে?

নয়াদিল্লি : নীরব মোদির ৪টি সুইস ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করল সুইস প্রশাসন৷ ৪টি অ্যাকাউন্টের মধ্যে রয়েছে নীরব ও তার বোন পূর্বী মোদির৷ ৪টি অ্যাকাউন্টে ৬০ লাখ মার্কিন ডলার রয়েছে৷

ভারতের এনফোর্সমেন্ট ডিরেকটরেটের আর্জিতেই এই অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে৷  টাকা পাচার রোধ আইনেই অ্যাকাউন্টগুলি বন্ধ রাখা হয়েছে বলে ঘবর৷ ভারত থেকে বেআইনি আর্থ সুইস ব্যাংকে রাখা হয়েছে বলে ইডির অভিযোগ৷ ১৯ মার্চ থেকে নীরব লন্ডনের জেলে বন্দি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 4 =