ভারতের আকাশসীমায় ঢুকে কতটা ক্ষতি করছে পাকিস্তান? পাল্টা সেনার

শ্রীনগর: ভারতের আকাশসীমা লঙ্ঘন করে বায়ুসেনার দু’টি বিমান ধ্বংস ও এক পাইলটকে মেরে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করল পাকিস্তানের ইন্টার সার্ভিস জন সংযোগ আধিকারিক মেজর জেনারেল আসিফ গফুর৷ ঢাকঢোল পিটিয়ে সাংবাদিক বৈঠক করে পাকিস্তানের তরফে এই দাবি করা হয়েছে৷ তবে, পাকিস্তানের দাবিকে মুখে ঝামা ঘসে দিয়েছে ভারত৷ সেনা ক্যাম্পে পাক যুদ্ধ বিমানের বোমা

ভারতের আকাশসীমায় ঢুকে কতটা ক্ষতি করছে পাকিস্তান? পাল্টা সেনার

শ্রীনগর: ভারতের আকাশসীমা লঙ্ঘন করে বায়ুসেনার দু’টি বিমান ধ্বংস ও এক পাইলটকে মেরে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করল পাকিস্তানের ইন্টার সার্ভিস জন সংযোগ আধিকারিক মেজর জেনারেল আসিফ গফুর৷ ঢাকঢোল পিটিয়ে সাংবাদিক বৈঠক করে পাকিস্তানের তরফে এই দাবি করা হয়েছে৷ তবে, পাকিস্তানের দাবিকে মুখে ঝামা ঘসে দিয়েছে ভারত৷

সেনা ক্যাম্পে পাক যুদ্ধ বিমানের বোমা বর্ষণ ও ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করার বদলা নেয় ভারতীয় সেনা৷ ভারতের আকাশসীমা লঙ্ঘন করা পাক যুদ্ধবিমানকে গুলি করে ধ্বংস করা হয়৷ আজ, নৌশেরা সেক্টরে পাক যুদ্ধবিমানকে মাটিতে নামিয়ে আনা হয়৷ পাক সীমান্ত থেকে তিন কিলোমাটারের মধ্যেই পাক পাক যুদ্ধবিমান F-16কে মাটিতে নামিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বলে এএনআই সূত্রে খবর৷ ঘটনায় পাক পাইল প্যারাসুট ব্যবহার করে মাঝ আকাশ থেকে লাফিয়ে পালিয়েছে বলে খবর৷

নজ্জার মাথা খেয়ে উদভ্রান্তের মতো আগ্রাসন চালাতে শুরু করেছে পাকিস্তান৷ আকাশ পথে রাজউরি সেক্টরে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে বোমা বর্ষণ করে পাক যুদ্ধবিমান৷ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও সেনা ক্যাম্পের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর৷

Pakistan Air Force’s F-16 that violated Indian air space shot down in Indian retaliatory fire 3KM within Pakistan territory in Lam valley, Nowshera sector. pic.twitter.com/8emKMVpWKi

বায়ুসেনার দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের ২৪ ঘণ্টা পর ভারতীয় আকাশসীমা লঙ্খন পাক যুদ্ধবিমানের৷ বুধবার সকালে পাক যুদ্ধবিমান F-16 ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করে বলে পিটিআই সূত্রে খবর৷ কিন্তু, সীমান্তে ভারতীয় সেনা মোতায়েন রেখেছে দেখে পালিয়ে যায় পাক বিমান৷ পালিয়ে যাওয়ার সময় নৌশেরা, পুঞ্জে সেক্টরে বোমা বিস্ফোরণ করে৷ তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ পাক যুদ্ধ বিমানের তৎপরতা শুরু হতেই সীমান্ত অ্যালাট জারি করেছে ভারতীয় সেনা৷ সমস্ত যুদ্ধ বিমান ও পাইলটকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে৷

পাকিস্তান পাল্টা হামলা করতে পারে, এই আশঙ্কা থেকে ইতিমধ্যেই সেনাকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ শোনা যাচ্ছে হামলার পরই পাকিস্তানের দিক লক্ষ্য করে মিসাইল প্রস্তুত রেখেছে ভারতীয় সেনা। আম্বালা, পাঠানকোট, হালওয়ারা বিমানঘাঁটিতে মিরাজ-২০০০, মিগ ২৯ এবং সুখোই ৩০-কে তৈরি রাখা হয়েছে। এছাড়া সমস্ত বায়ুসেনাঘাঁটিকে মিসাইল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন বায়ুসেনা প্রধান।

ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর তীব্র প্রতিক্রিয়া দেয় পাকিস্তান৷ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জাবাব, ঠিক সময়ে ঠিক জায়গায় জবাব দেবে পাকিস্তান! মঙ্গলবার জরুরি বৈঠক শেষে এমনটাই মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ এই বিষয়ে আজ পাক সংসদে ভাষণ দেবেন ইমরান৷ যে কোনও পরিস্থিতির জন্য সেনা ও দেশবাসীকে তৈরি থাকতে বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷

অন্যদিকে, লজ্জার মাথা খেয়ে সার্জিক্যাল স্ট্রাইকের পরও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান৷ মঙ্গলবার বিকাল ৫.৩০টা নাগাদ জম্মু ও কাশ্মীরের নৌসেরা, কৃষ্ণঘাঁটি ও আখনুর সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তান৷ ছোঁড়া হল মর্টারও৷ তবে, ছাড়ার পাত্র নয় ভারত৷ পাকিস্তানকে নাস্তানুবুদ করতে লাগাতার গুলির জবার দিয়েই চলেছে ভারত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *