প্রতিরক্ষা খাতে কতটা বাজেটে বরাদ্দ করল কেন্দ্র?

প্রতিরক্ষা খাতে কতটা বাজেটে বরাদ্দ করল কেন্দ্র?

নয়াদিল্লি:  ২০২০-২০২১ আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান৷ এবারের বাজেটে রয়েছে আগাগোড়া চমক৷ দেশের আর্থিক মন্দাকে আড়াল করার জন্য একাধিক নজিরবিহীন পদক্ষেপও নেওয়া হয়েছে৷ তা সে আয়করের সীমা নির্ধারণই বা বিমা ক্ষেত্রে কর ছাড়৷ তবে বাজেটের প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য রকম পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে৷ 

নতুন আর্থিক বছরে প্রতিরক্ষা খাতে বিগত বছরের তুলনায় ৬ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে৷ ২০১৯-২০২০ অর্থ বছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ হয়েছিলো মোট ৩ লক্ষ ১৮ হাজার কোটি টাকা৷ এবারে সেটা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা৷ প্রতিরক্ষা খাত বলতে শুধু অস্ত্র-শস্ত্র ক্রয়,  জওয়ানদের বেতন নয়ের মধ্যে রয়েছে অবসর প্রাপ্ত সেনাদের অবসরকালীন ভাতাও৷ সেনা কর্মীদের পেনশন খাতে অর্থ বরাদ্দের পরিমাণ বিচার করলে চলতি বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আনুমানিক ৪ লক্ষ ৭০ হাজার কোটি টাকা৷ 

অবশ্য অর্থমন্ত্রীর বাজেট পেশের অল্প সময়ের মধ্যে বাজেটের ভুল ত্রুটি জানাতে শুরু করেছেন অর্থনৈতিক বিশারদরা৷ তাঁদের মতে আপাত দৃষ্টিতে বাজেটে বৈচিত্র্য রয়েছে মনে হলেও আদতে এই বাজেট অন্তঃসারশূন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − one =