নয়াদিল্লি : এবারের লোকসভায় সবথেকে বেশি মহিলা সাংসদ নির্বাচিত হয়েছেন। এবার মোট ৭৮ জন মহিলা নির্বাচিত হয়েছে। শতাংশের হিসেবে ১৪। পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে ১১ জন করে। লোকসভার ভোটে মোট ৭২৪ জন মহিলা লড়েছিলেন। গতবার মহিলা সাংসদ ছিলেন ৬৪ জন। তার আগেরবার ছিলেন ৫২ জন। মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিল বহুদিন ধরে সংসদে পড়ে রয়েছে।
পরিচিত মুখের মধ্যে এবার জিতেছেন সোনিয়া গান্ধি, স্মৃতি ইরানি, কিরণ খের, কানিমোজি, রীতা বহুগুণা, লকেট চট্টোপাধ্যায়, সাধ্বী প্রজ্ঞারা। সবথেকে বেশি মহিলা প্রার্থী ছিল বহুজন সমাজ পার্টির, ২৪ জন, তৃণমূলের ২৩ জন, সিপিএমের ১০ জন। মহিলা নির্দল ছিলেন ২২২ জন। উত্তরপ্রদেশে ১০৪ জন, তামিলনাড়ুতে ৬৪ জন, বিহারে ৫৫ জন, পশ্চিমবঙ্গে ৫৪ জন মহিলা ভোট দাঁড়িয়েছিলেন। দেশের প্রথম ও দ্বিতীয় লোকসভার ভোটে মহিলা প্রার্থী ছিলেন ২৪ জন।