নয়াদিল্লি: সবরিমালা মন্দিরে প্রবেশ করে ইতিহাস গড়ে ছিলেন ৫০ অনুর্ধ্ব কনকদুর্গা ও বিন্দু। বৃহষ্পতিবার পুলিশি নিরপত্তা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন এই দুই মহিলা। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁদের আবেদন মেনে নিয়ে কেরালা পুলিশকে নির্দেশ দিল ২৪ ঘন্টা পুলিশ পাহারা দেওয়া হোক এদের দুইজনকে।
তবে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, এলএন রাও এবং দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ কনকদুর্গা ও বিন্দুর আর্জি মেনে নিয়ে জানান যে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে শুধু এদের দুইজনকে আর কোনও আবেদন মানা হবে না। এই বেঞ্চ এই মামলার সঙ্গে সবরিমালার আর কোনও মামলা জুড়তে রাজি হননি। এদিন আদলতে কেন্দ্রের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত ৫১ জন মহিলা মন্দিরে প্রবেশ করতে পেরেছেন৷ তাঁদেরও নারিপত্তা দেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট জানানো হয়নি৷