টানা ৮ দিন ধরে ভারত-পাক সীমান্তে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। শুক্রবারও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভোর গুলি বর্ষণ করতে থাকে পাকিস্তান।
ভারতও তার পাল্টা জবাব দেয়। এই গুলি বিনিময়ের সময় কাশ্মীরের পুঞ্চের মানকোট এলাকায় নাসিমা আখতার নামে এক ভারতীয় মহিলা আক্রান্ত হয়। ভারতের তরফ থেকে জানানো হয়েছে বৃহষ্পতিবার গভীর রাত থেকে জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরে মর্টার শেল নিক্ষেপ করে। সেই মর্টার শেলেই আক্রান্ত হন নাসিমা। এমনকি ভারত সীমান্তের এপারে যেখানে সাধারণ মানুষের বাস সেখানে হাউইটজার ১০৫এমএম শেল ও নিক্ষেপ করেছে পাকিস্তান বলে দাবি ভারতের।
গতকাল গুলি বিনিময়ের সময় এক মহিলা নিহত হন ও ৯ জন আক্রান্ত হয়েছেন। যদিও সিপিআই(এম) সহ অন্যান্য বাম দল গুলি বার বার ভারত সরকারকে এই ব্যাপারেই সতর্ক করে আসছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে অশান্তির জেরে যাতে কোনওভাবেই সীমান্তের কাছে বসবাসকারী সাধারণ নাগরিকরা আক্রান্ত না হয় সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছিলেন। এমনকি সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করার কথাও বলা হয়েছিল। শুক্রবার এক সাধারণ নাগরিকের আক্রান্ত হওয়ার ঘটনায় ফের সীমান্তবর্তী অঞ্চলে মানুষের নিরাপত্তার বিষয়টি প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ালো।