আজ বিকেল: চলতি নির্বাচনে বাংলার মাটিতে একে বারে ছক্কা হাঁকিয়ে প্রচার করেছেন চৌকিদার মোদি। ফিরসে মোদি সরকার। যাতে দিল্লিতে রাজ করতে পারে তার জন্য পুরুলিয়া থেকে বনগাঁ, মথুরাপুর থেকে বারাকপুর, দমদম থেকে শ্রীরামপুর কোথাও একচুল মাটি ছাড়েননি তিনি।
সমান তালে দিদিকে ঠুকেছেন। পিসি ভাইপোর পরিবারতন্ত্র নিয়ে কটাক্ষ করেছেন। মুসলিম তোষণ থেকে শুরু করে সারদা নারদ, রাজীব কুমার, নাগরিকত্ব বিল সবতেই শুধু পাইয়ে দেওয়ার গল্প। একদম শেষেবললেন বিদ্যাসাগরের মূর্তি গড়ে দেবেন। তবে তাঁরই দলের নেতা দিলীপবাবু করে ফেললেন সিলি মিস্টেক, বিদ্যাসাগরের সহজপাঠ ছোটবেলায় পড়ে ফেলেছেন। এই মন্তব্য রাষ্ট্র হয়ে গেল। তিনি জানতেও পারলেন না, কলকাতার যৌবন রাস্তায় নেমে উথাল পাথাল শুরু করেছে, মুখে তাদের স্লোগান, “বীর বাঙালি ঐক্য গড়ো, বিজেপিকে ধ্বংস করো।”
এহেন প্রতিরোধের মধ্যেই শুরু হল আজ বিকেলর জনমত সমীক্ষা, ক্ষমতার কেন্দ্রে পুনরায় ফেরার লড়াই কি বিজেপির আশা পূরণ করবে, ৩০০ আসন কি মোদির কুক্ষীগত হবে? পাঠক সমরেশ মাইতি জানিয়েছেন ৩০০-র বেশি পেতে পারেন মোদি। উজ্জ্বল দান বলেছেন ৩০০ নাহলেও দুশোর বেশি তো গেরুয়া শিবিরের কাছে যাচ্ছে। দেশের ১২টা বাজাতে হলে বিজেপি ৩০০ ছুঁতে পারে। কীভাবে তা সম্ভব বিজেপির জানাই আছে। এমন -কথা বলেছেন পাঠক অরুণাশিস হালদার।শাহদার হোসেনের মে ১৭৬ পাবে বিজেপি, সুব্রত গিরি বলেছেন ২৯৫- থেকে ৩১৫-র মধ্যে থাকবে গেরুয়া শিবির।অন্তত ৩০ জন মনে করেন বিজেপি ১৭০-১৮০ বেশি পাবে না। ১৩ জনের মতে ৩০০ বা তার বেশিও হতে পারে। বাকিরা ২০০তেই আটকে গিয়েছেন৷
গোটা সমীক্ষাটি পাঠকের মতামতের ভিত্তিতে তুলে ধরা হয়েছে৷ ধন্যবাদ পাঠক, গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য৷