চেন্নাই: ফনবি নিয়ে সতর্কতা মিলতেই ভারতের পাঁচটি উপগ্রহ এক সপ্তাহ ধরে এই সাইক্লোনের উপর নজর রাখছিল। কিন্তু ধীরে ধীরে তা ‘অতি তীব্র ঘূর্ণিঝড়’ চেহারা নেওয়ায় উপগ্রহগুলি প্রত্যেক ১৫ মিনিটে এর গতিপ্রকৃতি সম্পর্কে ইসরোর গ্রাউন্ড স্টেশনে তথ্য পাঠিয়েছিল।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ফনির গতিপ্রকৃতির উপর নজর রাখার জন্য ইনস্যাট-৩ডি, ইনস্যাট-৩ডিআর, স্ক্যাটস্যাট-১, ওশনস্যাট-২ এবং মেঘা ট্রপিকিউস্ নামে পাঁচটি উপগ্রহকে কাজে লাগানো হয়েছিল। হাওয়া অফিসের ডিরেক্টর জেনারেল কেজে রমেশ বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে উপগ্রহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঘূর্ণিঝড়ের সময় আবহাওয়ার গতিপ্রকৃতি বুঝতে বা ঠিক কোথায় এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে চলেছে, তা জানতে আমাদের বিশেষভাবে সাহায্য করে।’