মোদী ৩.০; মন্ত্রিসভায় ঠাঁই পেলেন কারা?

নয়াদিল্লি: রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। এর পর একে একে শপথ নিলেন তাঁর মন্ত্রিসভার ৩০ জন পূর্ণমন্ত্রী এবং ৩৬ জন…

Modi diplomatic visits Modi 3.0 government

নয়াদিল্লি: রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। এর পর একে একে শপথ নিলেন তাঁর মন্ত্রিসভার ৩০ জন পূর্ণমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। বাকি ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। গত দুই মন্ত্রিসভার তুলনায় এবারের মোদীর মন্ত্রিসভা অনেকটাই আলাদা। কারন, বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই সরকার চালাতে মোদী এবার ‘শরিক’ নির্ভর। কাজেই, এবারের মন্ত্রিসভায় যে এনডিএ-র শরিক দলগুলির শক্তি বাড়তে চলেছে সেকথা জানাই ছিল। রবিবার, স্পষ্ট হল ছবি।

রাইসিনা হিলসের জমজমাট অনুষ্ঠানে যে ৭১ জন মন্ত্রী শপথ নিলেন তাঁর মধ্যে ১১ জন এনডিএ-র, অর্থাৎ অ-বিজেপি সহযোগী দলের। এঁদের মধ্যে পাঁচ জন পূর্ণমন্ত্রী। ছ’জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। জোট সঙ্গীদের মধ্যে কারা কারা পেল মন্ত্রিত্ব? দেখে নেওয়া যাক –

Modi 3.0 government

বিজেপি: ৬১

তেলেগু দেশম পার্টি: ২

জনতা দল (ইউনাইটেড): ২

লোক জনশক্তি পার্টি: ১

জনতা দল (ধর্মনিরপেক্ষ): ১

শিবসেনা: ১

রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (অটওয়ালে): ১

রাষ্ট্রীয় লোকদল: ১

আপনা দল: ১

হিন্দুস্তানি আওয়াম মোর্চা: ১

এবারে মন্ত্রিসভা সাজাতে এনডিএর শরিক দলগুলোর দিকে বিশেষ নজর রাখা হয়েছে। সেই কারণেই তুলনামূলক ভারী হয়েছে মন্ত্রিসভা। কোন রাজ্য থেকে কত জন মন্ত্রী শপথ নিলেন রবিবার? দেখে নিন-

গুজরাত-

অমিত শাহ, এস জয়শঙ্কর, মনসুখ মান্ডব্য, সিআই পাতিল, নিমুবেন বাম্ভানিয়া

ওড়িশা-

ধর্মেন্দ্র প্রধান, জুয়েল ওরাওঁ, অশ্বিনী বৈষ্ণব।

কর্নাটক-

নির্মলা সীতারামন, এইচডি কুমারস্বামী, প্রহ্লাদ জোশী, শোভা করন্দলজে, ভি সোমান্না।

মহারাষ্ট্র-

পীযূষ গয়াল, নিতিন গডকড়ী, প্রতাপ রাও যাদব, রক্ষা খাড়সে, রামদাস অঠওয়ালে, মুরলীধর মহল।

গোয়া-

শ্রীপদ নায়েক।

জম্মু-কাশ্মীর-

জিতেন্দ্র সিং।

হিমাচলপ্রদেশ-

জে পি নড্ডা।

মধ্যপ্রদেশ-

শিবরাজ সিংহ চৌহন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সাবিত্রী ঠাকুর, বীরেন্দ্র কুমার, দুর্গাদাস উইকে।

উত্তরপ্রদেশ-

রাজনাথ সিং, জয়ন্ত চৌধরি, জিতিন প্রসাদ, পঙ্কজ চৌধরি, বিএল বর্মা, হরদীপ সিংহ পুরী, অনুপ্রিয়া পটেল, কমলেশ পাসোয়ান, এসপি সিং বঘেল, কীর্তিবর্ধন সিং।

বিহার-

চিরাগ পাসোয়ান, গিরিরাজ সিং, জিতনরাম মাঝিঁ, রামনাথ ঠাকুর, লালন সিং, নিত্যানন্দ রাই, রাজভূষণ চৌধরি, সতীশ দুবে।

অরুণাচলপ্রদেশ-

কিরেন রিজিজু।

রাজস্থান-

গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুনরাম মেঘাওয়াল, ভূপেন্দ্র যাদব, ভগীরথ চৌধরি।

হরিয়ানা-

এম এল খট্টর, রাও ইন্দ্রজিৎ সিং, কৃশান পাল গুর্জর।

কেরল-

সুরেশ গোপী, জর্জ কুরিয়ান।

তেলঙ্গানা-

জি কিশান রেড্ডি, বন্দি সঞ্জয় কুমার।

তামিলনাড়ু-

এল মুরুগান।

ঝাড়খণ্ড-

চন্দ্রশেখর চৌধরি, অন্নপূর্ণা দেবী, সঞ্জয় শেঠ।

ছত্তীসগঢ়-

তোখান সাহু।

অন্ধ্রপ্রদেশ-

চন্দ্রশেখর পেম্মাসানি, রামমোহন নায়ডু কিঞ্জারাপু, শ্রীনিবাস বর্মা।

পশ্চিমবঙ্গ-

শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার।

পঞ্জাব-

রভনীত সিং বিট্টু।

অসম-

সর্বানন্দ সোনোয়াল, পবিত্র মারঘেরিতা।

উত্তরাখণ্ড-

অজয় টামটা

দিল্লি-

হর্ষ মালহোত্র।

নবীন ও প্রবীণের মিশেলে মন্ত্রিসভা সাজিয়েছেন নরেন্দ্র মোদী। মন্ত্রিসভায় যেমন রয়েছেন একাধিক নতুন মুখ, তেমনই বাদ পড়েছেন কয়েকজন পুরনো নেতা। স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর, রাজীব চন্দ্রশেখর, নারায়ণ রানে বাদ পড়েছেন নতুন মন্ত্রিসভায়।

আরও পড়ুন-

শহুরে এলাকায় বিজেপি ঝড়, গ্রামাঞ্চলে তৃণমূল! কারণটা কী?

কী কী সুবিধা পেয়ে থাকেন একজন সাংসদ? জানুন

সংখ্যাতত্ত্ব মেনেই শপথ নিলেন মোদী? আসল ফ্যাক্ট জানুন

আগামী বছর অবসর নেবেন মোদী? ‘আসল ছবি’ শুরু করার হুঁশিয়ারি

National: Discover the number of ministers in Modi 3.0 government from all states. This comprehensive list provides insights into the distribution of ministers, highlighting regional representation and the overall structure of the current Indian government.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *