নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনার অভিযানের আগের দিন কমপক্ষে ২৬৩ জন জঙ্গি জড়ো হয়েছিল বালাকোটে জয়েশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে। এমনই দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। বালাকোটে বায়ুসেনার অভিযানে কত জঙ্গি খতম হয়েছে, এই নিয়ে মতান্তর চলছে।
বায়ুসেনার তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, হত জঙ্গির সংখ্যা জানানো তাদের কাজ নয়। অন্যদিকে, সরকারিভাবেও কোনও সংখ্যা বলা হয়নি। এরই মধ্যে কংগ্রেস সহ অন্যান্যরা এই অভিযানের প্রমাণ দাবি করতে শুরু করেছে। লোকসভা নির্বাচনের আগে এই নতুন তথ্য শাসক দল বিজেপিকে কিছুটা অক্সিজেন দিল বলে সংশ্লিষ্ট মহলের মত।
সূত্রের দাবি, ২৬ ফেব্রুয়ারি ভোর রাতে বালাকোটে জয়েশের প্রশিক্ষণ শিবিরে বায়ুসেনার অভিযানের সময় ২৬৩ জঙ্গি হাজির ছিল। তবে, তারা প্রত্যেকে মারা গিয়েছে কি না, তা স্পষ্ট হয়নি। ওই সূত্রের মত, প্রশিক্ষণের জন্য বালাকোটের শিবিরটি ছিল জয়েশ-ই-মহম্মদের সবথেকে মজবুত ঘাঁটি। প্রায় সেখানে পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গিরা প্রশিক্ষণ নিতে পৌঁছত। অভিযানের আগের দিন প্রশিক্ষণ নিতেই জয়েশের ২৬৩ জন জঙ্গি গিয়েছিল। তাদের মধ্যে ১৮ জন জয়েশের সিনিয়র কমান্ডার, বিশেষ প্রশিক্ষণ নিতে বালাকোটের শিবিরের ‘দৌরা-ই-আম’-এ ছিল ৮৩ জন জঙ্গি। ‘দৌরা-ই-খাস’-এ জড়ো হয়েছিল ৯১ জন। ২৫ জনকে আত্মঘাতী হামলার জন্য অন্যরকমভাবে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল।