গত ৩ বছরে কত কোটির অনুদান পেয়েছে বিজেপি? জানলে চমকে উঠবেন

নয়াদিল্লি: শিল্পপতিদের কাছ থেকে বড়বড় অর্থ সাহায্য পেয়েছে বিজেপি৷ সমস্ত রাজনৈতিক দল যে পরিমাণ অনুদান পেয়েছে, তার মধ্যে ৯৩ শতাংশ গিয়েছে বিজেপির খাতায়৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্মস জানিয়েছে, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত শিল্পপতিদের অনুদানের ৯৩ শতাংশই পেয়েছে বিজেপি৷ বিজেপি ভাণ্ডারে পড়েছে ৯৮৫ কোটি ১৮ লক্ষ টাকার কাছাকাছি৷ ১ হাজার ৭৩১টি সংস্থা বিজেপিকে অনুদান দিয়েছে বলে

গত ৩ বছরে কত কোটির অনুদান পেয়েছে বিজেপি? জানলে চমকে উঠবেন

নয়াদিল্লি: শিল্পপতিদের কাছ থেকে বড়বড় অর্থ সাহায্য পেয়েছে বিজেপি৷ সমস্ত রাজনৈতিক দল যে পরিমাণ অনুদান পেয়েছে, তার মধ্যে ৯৩ শতাংশ গিয়েছে বিজেপির খাতায়৷

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্মস জানিয়েছে, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত শিল্পপতিদের অনুদানের ৯৩ শতাংশই পেয়েছে বিজেপি৷ বিজেপি ভাণ্ডারে পড়েছে ৯৮৫ কোটি ১৮ লক্ষ টাকার কাছাকাছি৷ ১ হাজার ৭৩১টি সংস্থা  বিজেপিকে অনুদান দিয়েছে বলে খবর৷ কংগ্রেস ১৫১টি প্রতিষ্ঠানের কাছ থেকে পেয়েছে ৫৫ কোটি ৩৬ লক্ষ টাকা৷ এনসিপির খাতায় গিয়েছে ৭ কোটি ৭৩ লক্ষ টাকা৷ ২০ হাজার টাকার বেশি অনুদানের টাকা ৯৩ শতাংশ গিয়েছে বিজেপির ঘরে৷ ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে শিল্পপ্রতিষ্ঠানগুলির কাছ থেকে বিজেপি পেয়েছে ১৬২১ কোটি টাকা৷

রাজধানীর গবেষণা সংস্থা সেন্টার ফর মিডিয়া স্টাডিজ বা সিএমএস তাদের সমীক্ষা রিপোর্টে জানিয়েছে, এবারের লোকসভা ভোটে দেশের রাজনৈতিক দলগুলি খরচ করেছে প্রায় ৬০ হাজার কোটি টাকা! গত লোকসভা ভোটের তুলনায় দ্বিগুণ৷ হিসেব বলছে, এবারের লোকসভা ভোট বিশ্বের সবথেকে ব্যয়বহুল নির্বাচন হয়েছে৷ এত পরিমাণ টাকা আগে বিশ্ব কখনও হয়নি৷ ভারতে ৯০ কোটি ভোটারের মাথাপিছু খরচ হয়েছে ৭০০ টাকার কাছাকাছি৷

জানানে কী, দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চেয়ে কত টাকা খরচ করেছে বিজেপি? সেন্টার ফর মিডিয়া স্টাডিজের রিপোর্ট বলছে, এবারের ভোটের মোট ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪৫ শতাংশই খরচ করেছে বিজেপি৷ ১০ বছর আগে বিজেপির খরচের পরিমাণ ছিল দেশে মোট ভোটের খরচের ২০ শতাংশ৷ এবার তা দাঁড়িয়েছে ৪৫ শতাংশে৷ অর্থাৎ দ্বিগুণ৷ এবার প্রায় ২৪ হাজার কোটি টাকা একাই খরচ করেছে বিজেপি৷

অন্যদিকে, অর্ধেকে নেমে গিয়েছে কংগ্রেস৷ ১৯৯৮ সালের ভোটে মোট খরচের ৪০ শতাংশ ছিল কংগ্রেসের দখলে৷  ২০১৯ ভোটে সেটা কমে দাঁড়িয়েছে ২০শতাংশের কম৷ একই সঙ্গে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে বেনামী চাঁদা নেওয়ার তথ্যও উঠে এসেছে এই সিএমএস৷ যেমন, তেলুগু দেশম পার্টি একাই ১০ হাজার কোটি টাকা খরচ করেছে৷ ওয়াইএসআর কংগ্রেস ১০০০ কোটি টাকা টাকা খরচ করেছে৷ তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ৫০০ কোটি টাকা বিজেপির থেকে পেয়েছে বলেও খবর৷ এবার বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 5 =