নয়াদিল্লি: বাংলায় ভোটের প্রস্তুতি কেমন? তা খতিয়ে দেখতে দুই দফায় বাংলার নেতাদের রাজধানীতে ডেকে পাঠালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ ভোটের মুখে রাহুলের এই ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে কৈতুহল৷
কেননা, ব্রিগেডের সভামঞ্চ থেকে জমাজোট গঠন করে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার আমন্ত্রণ পেয়ে প্রতিনিধি পাঠিয়ে বার্তাও দিয়েছেন সোনিয়া গান্ধী৷ ব্রিগেড সভার আগে টুইট করে মমতাকে খোলা চিঠিও পাঠিয়েছিলেন কংগ্রেস সভাপতি৷ এই পরিস্থিতিতে চূড়ান্ত অস্বস্তিতে পড়তে হয় প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে৷ সাংবাদিক বৈঠক করে তার ব্যাখা দিতে দেখা যায় প্রদেশ নেতৃত্বকে৷ দলকে বাঁচাতে হলে কোনও ভাবেই তৃণমূলের সঙ্গে সমঝোতা করা যে হবে না, তা স্পষ্টও করে দেন সোমেন মিত্র৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বঙ্গ নেতৃত্বের মতামত আরও একবার নিতে চান রাহুল গান্ধী৷ কংগ্রেস একা লড়াই করলে কী হতে পারে, সিপিএমের সঙ্গে জোট করলে কটা আসন বাড়তে পারে, তৃণমূলের সঙ্গে হাত মেলালে কত আসনে মনোনয় দেওয়ার সুযোগ থাকবে? তাও জানতে চাইতে পারেন রাহুন৷
Congress President Rahul Gandhi will meet Pradesh Congress Committee Presidents on February 9 https://t.co/5mhZmmr2WB
— ANI (@ANI) February 4, 2019
সংবাদ সংস্থা সূত্রে খবর, আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৯ ফেব্রুয়ারি প্রদেশ কংগ্রেস সভাপতিদের দিল্লিতে তলব করেছেন রাহুল গান্ধী৷ একই সঙ্গে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৭ ফেব্রুয়ারি দিল্লিতে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতাদের বৈঠক ডাকলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷