দেশে অপরাধের নিরিখে কী অবস্থায় বাংলার? দেখুন রিপোর্ট

নয়াদিল্লি: রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে যখন বিরোধীরা রাজপথে নামতে শুরু করেছেন, ঠিক তখনই ২০১৭ সালের অপরাধের তালিকা প্রকাশ করল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো৷ ২০১৭ সালের রিপোর্টে বাংলার অবস্থান বেশ খানিকটা ভালো বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ অপরাধের শীর্ষে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ৷ দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি-শিবসেনার মহারাষ্ট্র৷ তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ৷ শতাংশের হিসাবে

নয়াদিল্লি: রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে যখন বিরোধীরা রাজপথে নামতে শুরু করেছেন, ঠিক তখনই ২০১৭ সালের অপরাধের তালিকা প্রকাশ করল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো৷ ২০১৭ সালের রিপোর্টে বাংলার অবস্থান বেশ খানিকটা ভালো বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷

অপরাধের শীর্ষে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ৷ দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি-শিবসেনার মহারাষ্ট্র৷ তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ৷ শতাংশের হিসাবে বিবেচনা করলে গোটা দেশের মোট অপরাধের নিরিখে ১০.১ শতাংশ অপরাধ ঘটেছে উত্তরপ্রদেশে৷ মহারাষ্ট্রে ৯.৪ শতাংশ৷ মধ্যপ্রদেশে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৮.৮ শতাংশ৷ এরপর কেরলে অপরাধের শতাংশ বলছে ৭.৭৷ বিহারে ঘটছে ৫.৯, তামিলনাড়ুতে ৫.৮ শতাংশ, রাজস্থানে ৫.৫ শতাংশ হারে অপরাধ হচ্ছে বলে জানিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি৷ (দেখুন রিপোর্ট-http://ncrb.gov.in/StatPublications/CII/CII2017/pdfs/CII2017-Full.pdf)

উল্লেখযোগ্য ভাবে বাংলায় ২০১৭ সালে অপরাধের সংখ্যা বেশ খানিকটা কমের দিকে বলে জানিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো৷ রিপোর্ট বলছে, দেশের মোট অপরাধের শতাংশ হিসেবে পশ্চিমবঙ্গে অপরাধ হয়েছে ৫.৪ শতাংশ৷ বাংলায় অপরাধ বেশ খানিকটা কমেছে বলে তথ্য-পরিসংখ্যান পেশ করা হয়েছে৷

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট বলছে, ২০১৫ সালে রাজ্যে অপরাধের সংখ্যা ছিল ১ লক্ষ ৭৯ হাজার ৫০১টি৷ ২০১৬ সালে অপরাধের সংখ্যা দাঁড়িয়েছিল ১ লক্ষ ৭৬ হাজার ৫৬৯টি৷ আর ২০১৭ সালে সর্বশেষ রিপোর্টে বাংলায় অপরাধ কমেছে কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৯৯৯টি৷

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর দেওয়া ২০১৭ সালের এই তথ্য ঘিরে বেশ খানিকটা স্বস্তিতে শাসক তৃণমূল৷ কেননা রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে একাধিকবার রাজভবন থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত ছুটে গিয়েছেন বিরোধীদলের নেতাকর্মীরা৷ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি পর্যন্ত কখনও কখনও তুললে ছাড়েননি বিরোধীরা৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের লাগাতার শাসক দলের ওপর চাপ বাড়ানোর কৌশলে কিছুটা হলেও জল ঢেলে দিল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর এই প্রতিবেদন৷ মনে করছেন পর্যবেক্ষক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *