কমছে সুদের হার, কী ভাবে সুরক্ষিত রাখবেন আমানত?

কমছে সুদের হার, কী ভাবে সুরক্ষিত রাখবেন আমানত?

নয়াদিল্লি:   রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট কমাতেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই), আইসিআইসিআই ব্যাংক সহ একাধিক ব্যাংক ফিক্সড ডিপোজিট (এফডি) বা স্থায়ী আমানতের উপর সুদের হার কমাতে শুরু করেছে৷ অধিকাংশ ব্যাংকই এই পথে চলবে বলে মনে করা হচ্ছে৷ যে ভাবে স্থায়ী আমানতের উপর সুদের হার কমছে, তাতে চিন্তায় পড়েছেন আমানতকারীরা৷ 

এর প্রভাব অবশ্য সকল আমানতকারীর উপর পড়েনি৷ কারণ, আগে যে সুদের হারে ফিক্সড ডিপোজিট করা হয়েছিল, ম্যাচিউর বা রিনুয়্যালের আগে পর্যন্ত সেই হারেই সুদ পাবেন আমানতকারীরা৷  তবে যাঁরা নতুন করে এফডি করতে চাইবেন, তাঁরা অনেকটাই কম হারে সুদ পাবেন৷ 

কমতে থাকা সুদের হারে নতুন স্থায়ী আমানতকারীরা কী করবেন : 

যাঁরা এফডি-তে বিনিয়োগ করতে চান, তাঁরা ছোট প্রাইভেট সেক্টর ব্যাংক এবং ছোট ফিনান্স ব্যাংকে আমানত রাখতে পারেন৷ কারণ বড় ব্যাংকগুলির তুলনায় ছোট ব্যাংকগুলির সুদের হার কিন্তু অনেকটাই বেশি৷ সরকারি এবং বেসরকারি ব্যাংকে এফডি-র উপর সর্বোচ্চ যে সুদ দেওয়া হয়, তার তুলনায় কিছু ছোট ফিনান্স ব্যাংকে এফডি-র উপর সুদের হার ২০০ থেকে ৩০০ বেসিস পয়েন্ট বেশি৷ তাই আরবিআই-এর সাম্প্রতিক রেপো রেটের ভিত্তিতে ছোট ফিনান্স ব্যাংকগুলি তাদের সুদের হার কমানোর আগেই এফডি করে ফেলুন৷ 

একাধিক ব্যাংকে স্থায়ী আমানত রাখুন- অর্থনৈতিক বিশেষজ্ঞদের পরামর্শ, একটি ব্যাংকে টাকা না রেখে একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট রাখাই ভালো৷ কারণ, ব্যাংক ভরাডুবির ক্ষেত্রে ডিপোজিট ইনসুরেন্স স্কিমে সেভিংস, রেকারিং, কারেন্ট এবং ৫ লাখ পর্যন্ত ফিক্সড ডিপোজিটের উপর প্রতি আমানতকারীকে নিরাপত্তা দিয়ে থাকে প্রতিটি ব্যাংক৷ সর্বাধিক নিরাপত্তার সঙ্গে নতুন স্থায়ী আমানত থেকে সর্বাধিক সুদ পেতে হলে ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত বিভিন্ন ব্যাংকের শাখায় জমা করুন৷ এক্ষেত্রে খেয়ার রাখবেন যে ব্যাংকগুলিতে এফডি করছেন, তাদের সুদের হার যেন বেশি থাকে৷ 

এফডি-তে সীমিত অর্থ রাখুন- আমানতকারীদের মনে রাখা উচিত, স্থায়ী আমানত শুধু তাঁদের বিনিয়োগ ক্ষেত্রই নয়৷ লিকুইডিটির জন্যও এটি সেরা৷ তবে বিশেষজ্ঞদের অভিমত, ২-৩ বছরের জন্য এফডি করলেই লাভবান হবেন আমানতকারীরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + twelve =