ট্রেন কী ভাবে উঠল প্ল্যাটফর্মে? মথুরার দুর্ঘটনার পিছনে ‘ফোন’

ট্রেন কী ভাবে উঠল প্ল্যাটফর্মে? মথুরার দুর্ঘটনার পিছনে ‘ফোন’

mathura

লখনউ: লাইনচ্যুত হয়ে ট্রেন প্ল্যাটফর্মে উঠে যাওয়ার মতো ঘটনা সম্প্রতি ঘটেছে মথুরা স্টেশনে। মঙ্গলবারের এই ঘটনায় প্ল্যাটফর্ম ভেঙে গুঁড়িয়ে যায়, স্টেশনের ক্ষতিও হয় কিন্তু প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি যা স্বস্তির। কিন্তু ঠিক কী ভাবে হল এমন ঘটনা তা নিয়ে কৌতূহল জন্মেছিল। এবার তার নিরসন ঘটল। কারণ মথুরা স্টেশনের ওই দুর্ঘটনার ভিডিও সামনে এসেছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম। 

জানা গিয়েছে, শকুরবস্তি-মথুরা মেমু ট্রেনের চালকের ডিউটি মথুরা স্টেশনেই শেষ হয়ে গিয়েছিল। তিনি স্টেশনে ট্রেন থামিয়ে নেমে গিয়েছিলেন এবং ওই স্টেশন থেকেই অন্য এক চালক তার ডিউটি শুরু করছিল। যে ভিডিও ফুটেজ সামনে এসেছে তা ট্রেন চালকের কেবিনের। দেখা যাচ্ছে, এক চালক ব্যাগ গুছিয়ে নেমে যাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে অন্য চালক উঠছেন। তবে নতুন চালক ফোনে ব্যস্ত ছিলেন ওঠা থেকেই। তিনি ফোন ব্যবহার করতে করতেই ট্রেনের থ্রটলের ওপর নিজের ব্যাগ নামিয়ে রাখেন। ব্যস, তারপরই গণ্ডগোল। আচমকা ট্রেন চলতে শুরু করেছে তখন। কিন্তু চালক ফোনে ব্যস্ত থাকায় খেয়ালই করেননি। এরপরই ট্রেনটি লাইন ছেড়ে সোজা প্ল্যাটফর্মে উঠে পড়ে।

রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ওই ট্রেনের লোকো পাইলট এবং চার টেকনিক্যাল স্টাফকে সাসপেন্ড করা হয়েছে। অনেকেই নাকি মত্ত হয়ে কাজ করছিলেন। এছাড়াও এখনও গোটা বিষয়ের তদন্ত চলছে। আরও বড় শাস্তি পেতে পারেন গ্রেফতার হওয়ার অভিযুক্তরা। প্রসঙ্গত, এই ঘটনায় ওভারহেড বিদ্যুতের খুঁটি ভেঙে গড়িয়ে পড়ে লাইনের ওপর। তাতেও বেশ কিছুটা ক্ষতি হয়েছে লাইন এবং প্ল্যাটফর্মে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =