কীভাবে ঘটল ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনা? গাফিলতি কার?

লখনউ: উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত চণ্ডীগঢ়-ডিব্রুগড় এক্সপ্রেস৷ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ট্রেনটির ১৮ টি বগি লাইনচ্যুত হয়েছে৷ এখনও পর্যন্ত ২০ জনের আহত হওয়ার খবর…

লখনউ: উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত চণ্ডীগঢ়-ডিব্রুগড় এক্সপ্রেস৷ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ট্রেনটির ১৮ টি বগি লাইনচ্যুত হয়েছে৷ এখনও পর্যন্ত ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে৷ মৃতের সংখ্যা ২ বলে খবর৷ তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার গোন্ডা জেলার মতিগঞ্জ এবং ঝিলহি রেলওয়ে স্টেশনের মাঝের এক জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা।

ঘটনাস্থলের ছবি ও ভিডিয়োতে দেখা গিয়েছে, ট্রেনটির উল্টে থাকা বগিগুলির পাশে মালপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন যাত্রীরা। অনেককে, ট্রেনের দরজা বেয়ে উঠে ভিতর থেকে মাল বের করতেও দেখা যায়। বাঁদিকে কাত হয়ে পড়ে থাকা একটি কোচের উপরও কয়েকজন যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গত ১৭ জুন দুর্ঘটনার মুখে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তারপর একমাস যেতে না যেতেই ফের দুর্ঘটনার মুখে পড়ল আরও একটি দূর পাল্লার ট্রেন।

রেলের পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি হেল্পলাইন চালু করা হয়েছে:
লখনউ – ৮৯৫৭৪০৯২৯২ গোন্ডা – ৮৯৫৭৪০০৯৬৫ বাণিজ্যিক নিয়ন্ত্রণ: ৯৯৫৭৫৫৫৯৮৪ ফুরকেটিং : ৯৯৫৭৫৫৫৯৬৬ মারিয়ানি : ৬০০১৮৮২৫১০ সিমালগুড়ি : ৮৭৮৯৫৪৩৭৯৮ তিনসুকিয়া : ৯৯৫৭৫৫৫৯৫৯ ডিব্রুগড় : ৯৯৫৭৫৫৫৯৬০