সম্মান লুটে জীবন্ত জ্বালিয়ে খুন, অবশেষে ‘মুক্ত’ উন্নাও কন্যা

লখনউ: শুক্রবারের সকালে হায়দ্রাবাদে নির্যাতিতা তরুণীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যুর উচ্ছ্বাস অনেকটাই ম্লান করে দিল উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতা তরুণীর মৃত্যুর ঘটনা৷ অর্থাৎ দিনের শুরুটা হয়েছিল নিহত এক নির্যাতিতার ন্যায় বিচার দিয়ে৷ দিনের শেষে ন্যায়বিচারের আশা নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আর এক নির্যাতিতা৷ হায়দ্রাবাদ এনকাউন্টারের পর গতকালই বোনের ন্যায় বিচার নিয়ে আশা প্রকাশ করেছিলেন

সম্মান লুটে জীবন্ত জ্বালিয়ে খুন, অবশেষে ‘মুক্ত’ উন্নাও কন্যা

লখনউ: শুক্রবারের সকালে হায়দ্রাবাদে নির্যাতিতা তরুণীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যুর উচ্ছ্বাস অনেকটাই ম্লান করে দিল উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতা তরুণীর মৃত্যুর ঘটনা৷ অর্থাৎ দিনের শুরুটা হয়েছিল নিহত এক নির্যাতিতার ন্যায় বিচার দিয়ে৷ দিনের শেষে ন্যায়বিচারের আশা নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আর এক নির্যাতিতা৷

হায়দ্রাবাদ এনকাউন্টারের পর গতকালই বোনের ন্যায় বিচার নিয়ে আশা প্রকাশ করেছিলেন নির্যাতিতার দাদা৷ কারণ এক বছর ধরে চলতে থাকা এই মামলায় পুলিশ ও প্রশাসনের উপর থেকে তাদের ভরসা প্রায় তলানিতে ঠেকেছিল৷ তবুও ধর্ষণের ক্ষতবিক্ষত মন নিয়ে আরও একবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছিলেন ন্যায় বিচার পাওয়ার আশায়, কিন্তু হার মানলো তার ৯০ শতাংশ পুড়ে যাওয়া দেহ৷

শুক্রবার রাত ১১.৪০ নাগাদ দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন উন্নাওয়ের নির্যাতিতা ২৩ বছরের তরুণী৷ বৃহস্পতিবার সাতসকালে নিজের দায়ের করা ধর্ষণের মামলার শুনানির জন্য আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নির্যাতিতা৷ সেই সময় উন্নাওয়ে তাঁর গ্রামের অনতিদূরে রেলস্টেশনের কাছেই তরুণীর পথ আটকায় ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত শিবম তিওয়ারি৷ তার সঙ্গে ছিল আরেক অভিযুক্ত শুভম তিওয়ারি সহ আরো তিনজন৷

শিবম তিওয়ারি মাত্র চারদিন আগেই জামিনে মুক্তি পেয়েছে৷ এদিন সকালে প্রথমে ওই তরুণীকে প্রচণ্ড মারধর করে তাঁরা, এমনকি ছুরি দিয়ে ঘায়েল করারও চেষ্টা করা হয় তাঁকে৷ এরপর ওই তরুনীর গায়ে আগুন লাগিয়ে অভিযুক্ত শিভম ও শুভম তিওয়ারি৷ এরপর অগ্নিদগ্ধ অবস্খাতেই প্রায় এক কিলোমিটার দৌড়ে যায়৷

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে৷ প্রথমে তাকে লখনউয়ের কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়৷ অবস্থারঅবনতি হলে সেদিনই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির সফদরজং হাসপাতালে৷

শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়৷ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান শালাব কুমার জানিয়েছিলেন, তরুণীর অবস্থা ক্রমেই আশঙ্কাজনক হচ্ছে এরপর থেকেই তার অবস্থার আরও অবনতি হতে শুরু করে শেষ পর্যন্ত শুক্রবার রাত ১১ টা ৪০ নাগাদ হার্ট ফেলিওর এর জন্য মৃত্যু হয় ওই তরুণীর৷

নৃশংস এই ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ৷ নির্যাতিতার বয়ান সংগ্রহ করার পরেই অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়৷ তাদের বিরুদ্ধে ৩০৭, ৩২৬, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনায় শোক প্রকাশ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন ফাস্টট্রাক আদালতে এই মামলার বিচার হবে এবং যতদ্রুত সম্ভব মামলা নিষ্পত্তি করার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − six =