ভারতীয় সেনাবাহিনীতে সমকামীদের জায়গা নেই: রাওয়াত

নয়াদিল্লি: সমকামিতাকে আইনি বৈধতা দিয়েছে দেশের শীর্ষ আদালত৷ কিন্তু, সুপ্রম কোর্টের তরফে সমকামিতাকে আইনি বৈধতা দিলেনও ভারতীয় সেনায় সমকামের কোনও স্থান নেই বলেই সাফ জানিয়ে দিলেন সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত৷ পরকিয়া প্রসঙ্গে বলতে গিয়েই সমকাম নিয়ে এই মন্তব্য করে বসেন তিনি৷ শুধু সমকামের বিরোধিতাই নয়, বৃহস্পতিবার আফগানিস্তানের ভারতের নীতিগত অবস্থান বদলানো উচিত বলেও পরামর্শ

ভারতীয় সেনাবাহিনীতে সমকামীদের জায়গা নেই: রাওয়াত

নয়াদিল্লি: সমকামিতাকে আইনি বৈধতা দিয়েছে দেশের শীর্ষ আদালত৷ কিন্তু, সুপ্রম কোর্টের তরফে সমকামিতাকে আইনি বৈধতা দিলেনও ভারতীয় সেনায় সমকামের কোনও স্থান নেই বলেই সাফ জানিয়ে দিলেন সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত৷ পরকিয়া প্রসঙ্গে বলতে গিয়েই সমকাম নিয়ে এই মন্তব্য করে বসেন তিনি৷ শুধু সমকামের বিরোধিতাই নয়, বৃহস্পতিবার আফগানিস্তানের ভারতের নীতিগত অবস্থান বদলানো উচিত বলেও পরামর্শ দেন রাওয়াত৷

ভারতের যদি আফগানিস্তানকে নিয়ে আগ্রহ থাকে, তালিবান সমস্যা নিয়ে আলোচনা করে, তাহলে এ দেশেরও পিছিয়ে থাকা উচিত নয়৷ এমনই মনে করেন দেশের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত৷ তবে তাঁর যুক্তি, ‘‘আমাদের যদি আফগানিস্তান নিয়ে আগ্রহ থাকে, তাহলে তালিবানের সঙ্গে আলোচনা করা উচিত৷’’ সেনা প্রধানের এ কথা বললেও তালিবানের সঙ্গে আলোচনা না করার ভাবনাই রয়েছে ভারতের৷ কেননা, আমেরিকা থেকে শুরু করে রাশিয়া ইরান ও পাকিস্তান তালিবানের সঙ্গে আলোচনা করে৷ আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার প্রক্রিয়ার মধ্যে তালিবানের সঙ্গে আলোচনা করার বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে৷ কিন্তু ভারত চায় আফগানিস্তানে নিজেরাই নিজেদের শাসন করুক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + twenty =