AFSPA: নাগাল্যান্ডকে আগামী ছয় মাসের জন্য ‘অশান্ত অঞ্চল’ ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

কোহিমা: আরো ছয় মাসের জন্য নাগাল্যান্ডকে 'অশান্ত অঞ্চল' হিসেবে ঘোষণা করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। AFSPA আইনের ভিত্তিতে এই ঘোষণা করা হয়েছে। আজ অর্থাত ৩০ ডিসেম্বর ২০২০ থেকেই নাগাল্যান্ডকে অশান্ত অঞ্চল হিসেবে ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার।

কোহিমা: আরো ছয় মাসের জন্য নাগাল্যান্ডকে ‘অশান্ত অঞ্চল’ হিসেবে ঘোষণা করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। AFSPA আইনের ভিত্তিতে এই ঘোষণা করা হয়েছে। আজ অর্থাত ৩০ ডিসেম্বর ২০২০ থেকেই নাগাল্যান্ডকে অশান্ত অঞ্চল হিসেবে ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার।

এই ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, নাগাল্যান্ড এতটাই অশান্ত এবং বিপদজনক অবস্থায় রয়েছে যে নাগরিকদের সহায়তার জন্য সেখানে সেনাবাহিনীর ব্যবহারে জরুরী। সেই কারণেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। নাগাল্যান্ডে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন অর্থাৎ AFSPA ১৯৫৮, ৩ ধারা (১৯৫৮ সালের ২৮ নং) হিসেবে এই ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে। এই সিদ্ধান্তের কারণে আজ থেকে আগামী ছয় মাস নাগাল্যান্ড অশান্ত অঞ্চল হিসেবে বিবেচিত হবে। প্রসঙ্গত চলতি বছরের জুন মাসে নাগাল্যান্ডকে অশান্ত অঞ্চল হিসেবে চিহ্নিত করেছিল কেন্দ্রীয় সরকার। সেবার ছয় মাসের জন্য ঘোষণা করা হয়েছিল যার মেয়াদ শেষ হচ্ছিল এই মাসেই। সুতরাং সব মিলিয়ে এক বছরের জন্য নাগাল্যান্ডকে অশান্ত অঞ্চল হিসেবে ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, নাগাল্যান্ড প্রায় বিগত ছয় দশক ধরে AFSPA-র অধীনে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নাগাল্যান্ডের বিদ্রোহী দল ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল নাগাল্যান্ডের সাধারণ সম্পাদক এবং সরকারি আধিকারিক আরএন রবির মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার পরেও এই আইন প্রত্যাহার করা হয়নি। এই চুক্তি হয়েছিল ২০১৫ সালে। পরবর্তী সময়ে এতগুলো বছর ধরে একই পরিস্থিতি রয়ে গিয়েছে নাগাল্যান্ডে। এবার আরও ছয় মাসের জন্য সেখানে জারি করা হল AFSPA।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 12 =