কলকাতা: মঙ্গলবার রাতে বিদ্যাসাগর কলেজে বিজেপি ও তৃণমূলের দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনার বিবরণ জানিয়ে চিঠি দিল স্বরাষ্ট্র মন্ত্রক। একটি নির্বাচনী মিছিল কিভাবে সংঘর্ষের রুপ নিলো এবং কিভাবে বিদ্যাসাগরের মূর্তি ভাঙল তা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ওই চিঠিতে।
পাশাপাশি নির্বাচনকে ঘিরে রাজ্যে পরপর ঘটে যাওয়া হিংসার কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। তাণ্ডবের বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যে সাত দফার নির্বাচনে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে কমিশনকে চিঠিতে উল্লেখ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
প্রসঙ্গত বুধবার সকাল ১১টায় বামেদের পক্ষ থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা নিয়ে শহরে ধিক্কার মিছিল বের করা হয়। এছাড়াও রাজ্যের সর্বত্র ধিক্কার ও প্রতিবাদ কর্মসূচি করে বাম কর্মী সমর্থকরা।