রাম মন্দির নির্মাণে বড়বড় পদক্ষেপ নিল স্বরাষ্ট্রমন্ত্রক

লখনউ: রামজন্মভূমিতে মন্দির নির্মাণের প্রস্তুতি তুঙ্গে৷ তিনমাসের মধ্যে মন্দির তৈরির ট্রাস্ট গঠনের কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ তার দু’দিনের মধ্যেই আদালতের নির্দেশ মেনে ট্রাস্ট গঠনের কাজ শুরু করে দিল স্বরাষ্ট্রমন্ত্রক৷ এই ট্রাস্টের হাতেই মন্দির নির্মাণের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হবে৷ সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষজ্ঞ আইনজীবী দল ইতিমধ্যেই অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে আদালতের রায়ের ১০৪৫

9b0b42071681f0023fb8686405cbdca4

রাম মন্দির নির্মাণে বড়বড় পদক্ষেপ নিল স্বরাষ্ট্রমন্ত্রক

লখনউ: রামজন্মভূমিতে মন্দির নির্মাণের প্রস্তুতি তুঙ্গে৷ তিনমাসের মধ্যে মন্দির তৈরির ট্রাস্ট গঠনের কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ তার দু’দিনের মধ্যেই আদালতের নির্দেশ মেনে ট্রাস্ট গঠনের কাজ শুরু করে দিল স্বরাষ্ট্রমন্ত্রক৷

এই ট্রাস্টের হাতেই মন্দির নির্মাণের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হবে৷ সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষজ্ঞ আইনজীবী দল ইতিমধ্যেই অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে আদালতের রায়ের ১০৪৫ পাতার রায় ভালো করে পড়ে দেখছেন৷

এবিষয়ে অ্যাটর্নি জেনারেল এবং আইনমন্ত্রকের কাছে আইনি পরামর্শ চেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ গুজরাটের সোমনাথ মন্দিরের অনুসারেই ট্রাস্ট গঠন হবে মনে করা হচ্ছে৷ যদিও ট্রাস্টের সদস্য নির্বাচন করে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বড় ভূমিকা রয়েছে৷

একদিকে রাম জন্মভূমি ন্যাস, নির্মোহি আখড়া ছাড়াও বেশ কয়েকজন ধর্মীয় নেতাদের যেমন সদস্য তালিকায় রাখার বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে অন্যদিকে সমাজের বর্ষীয়ান নাগরিক ও রাম মন্দিরের সঙ্গে যুক্ত বেশ কিছু সংস্থাকেও তালিকায় রাখার বিষয়টি মাথায় রাখতে হচ্ছে৷ শুধু তাই নয়,কাজের শ্রীবৃদ্ধি করতে এবং গতি বাড়াতে কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিদেরকেও প্রাধান্য দিতে হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *