বাংলায় কি এবার এনআরসি চালু করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?

নয়াদিল্লি: স্বরাষ্ট্রমন্ত্রকের পদে বসতেই অমিত শাহের টেবিলে হুমড়ি খেয়ে পড়ল কাশ্মীর সমস্যা থেকে শুরু করে বেআইনি অনুপ্রবেশকারী৷ মাওবাদী দম থেকে সীমান্ত নিরাপত্তা৷ নতুন মন্ত্রকের দায়িত্ব নিতেই অগ্নিপরীক্ষার মুখোমুখি অমিত শাহ৷ বিজেপি সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা৷ সেই তালিকায় একদিকে রয়েছে কাশ্মীর সমস্যা মেটানো, বাংলায় এনআরসি চালু করা,

বাংলায় কি এবার এনআরসি চালু করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?

নয়াদিল্লি: স্বরাষ্ট্রমন্ত্রকের পদে বসতেই অমিত শাহের টেবিলে হুমড়ি খেয়ে পড়ল কাশ্মীর সমস্যা থেকে শুরু করে বেআইনি অনুপ্রবেশকারী৷ মাওবাদী দম থেকে সীমান্ত নিরাপত্তা৷ নতুন মন্ত্রকের দায়িত্ব নিতেই অগ্নিপরীক্ষার মুখোমুখি অমিত শাহ৷ বিজেপি সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা৷ সেই তালিকায় একদিকে রয়েছে কাশ্মীর সমস্যা মেটানো, বাংলায় এনআরসি চালু করা, মাও দমন থেকে অনুপ্রবেশ সমস্যা মেটানো এখন প্রথম ও প্রধান কাজ অমিত শাহের কাছে৷ নিজের মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর এবার কি এনআরসি চালু করার ঝুঁকি আদৌ নেবেন মোদির সেনাপতি?

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের পদে বসে অমিত শাহ প্রথমেই বৈঠক করলেন কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে৷ কাশ্মীরে নির্বাচনের করানো নিয়েও হয় আলোচনা৷ অন্যদিকে রয়েছে অনুপ্রবেশ সমস্যা৷ অমিত শাহ নিজেই এই নিয়ে নির্বাচনে সবথেকে বেশি সরব হয়েছিলেন৷ অসমের মতো গোটা দেশে এনআরসি চালুর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি৷ বিজেপি ক্ষমতায় ফিরলে বাংলায় এনআরসি চালু করারও দাবি জানিয়ে গিয়েছেন৷ অনুপ্রবেশ সমস্যাকে হাতিয়ার করে বাংলা দখলের টার্গেটও ছিল তাঁর৷ এবার ক্ষমতায় এসে বাংলায় এনআরসি ঘোষণা করা হবে কিনা, সেদিকেই তাকিয়ে তামাম রাজনৈতিক মহল৷

২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচন৷ বাংলা ভোটের আগে বাংলায় বিজেপির প্রধান অস্ত্র এনআরসি৷ তবে, বাংলায় এনআরসি হলে বিজেপির অবস্থা অসমের মতো হবে না তো? কেননা, অবৈধ নাগরিক তাড়াতে গিয়ে ঘরে বাইরে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছি বিজেপিকে৷ এনআরসি রুখতে ঝাঁপিয়ে পড়েছিলেন মমতা৷ এবার বাংলায় তা হলে মোটেও ছেড়ে কথা বললেন না মমতা, সেই হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেন মমতা৷ এমনিতেই মোদি ও অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যুদ্ধ তীব্র হয়েছে লোকসভার নির্বাচন পর্বের আগে থেকেই৷ মোদি সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক মধুর হলেও অমিত শাহের সঙ্গে ঠিক তা উন্টো৷ ফল সব মিলিয়ে বাংলায় আদৌ এনআরসি করার বিজেপির স্বপ্ন পূরণ হবে কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =