এবার আরও সস্তা গৃহঋণ, আজ থেকে কার্যকর করল SBI

এবার আরও সস্তা গৃহঋণ, আজ থেকে কার্যকর করল SBI

মুম্বই:  এবার আরও সস্তা হল গৃহঋণ৷ হোম লোনের উপর সুদের হার কমাল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)৷ স্টেট ব্যাংকের তরফে মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট (এমসিএলআর) ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করা হয়েছে৷ ১০ জুন থেকে লাগু হবে নয়া সুদের হার৷ এর ফলে ব্যাংকের এক বছরের এমসিএলআর ৭.২৫ থেকে ৭ শতাংশ করা হল৷ 

এছাড়াও এসবিআই তাদের বেস রেট ৭৫ বেসিস পয়েন্ট কমিয়েছে৷ এর ফলে সুদের হার ৮.১৫ থেকে কমে ৭.৪০ শতাংশ হয়েছে৷ এই নতুন হার লাগু হবে আজ থেকে৷ প্রসঙ্গত, এই নিয়ে ১৩ বার গৃহঋণে সুদের হার কমাল এসবিআই৷ গত বছর অক্টোবর মাসে বাণিজ্যিক ব্যাংকগুলি রিজার্ভ ব্যংকের রেপো রেটের সঙ্গে সুদের হারে  রেপো রেট লিঙ্ক গৃহঋণ এবং এমএসএমই লোন দেওয়া চালু করেছিল। তার আগে ব্যাংক গৃহঋণ দিত মার্জিনাল কস্ট বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর-এর উপর ভিত্তি করে। এমসিএলআর-গৃহঋণে সুদের হার বছরে একবার পরিবর্তিত হয়। অন্যদিকে রেপো রেট লিঙ্ক গৃহঋণে সুদের হার প্রতি দু’মাসে একবার পরিবর্তন হয়৷ স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে  জানানো হয়েছে, যাদের এমসিএলআর ভিত্তিক গৃহঋণ ছিল তারা চাইলেই সেটিকে রেপো রেট লিঙ্ক গৃহঋণে ট্রান্সফার করে নিতে পারে৷ 

এছাড়াও ১ জুলাই থেকে এক্সটার্নাল বেঞ্চমার্ক লিঙ্কড লেন্ডিং রেট (ইবিআর) এরং রেপো লিঙ্কড লেন্ডিং রেট (আরএলএলআর) ৪০ বেসিস পয়েন্ট কমানোর কথাও ঘোষণা করেছে এসবিআই৷ ইবিআর বার্ষিক ৭.০৫ শতাংশ থেকে কমিয়ে ৬.৫৫ শতাংশ করা হয়েছে৷ অন্যদিকে, আরএলএলআর ৬.৬৫ শতাংশ থেকে কমিয়ে ৬.২৫ শতাংশ করা হয়েছে৷ গত মে মাসে রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট কমানো আরবিআই৷ আগে তা ছিল ৪.৪০ শতাংশ৷ তা কমে ৪ শতাংশ হয়৷ কয়েক মাসের মধ্যে এই নিয়ে ৮ বার রেপো রেট কমায় আরবিআই৷ যার ফলে ১৫ বছরের মধ্যে সব থেকে সস্তা হল গৃহঋণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =