Aajbikel

'সারে জাহা সে আচ্ছা...' তেরঙ্গা উত্তোলন করে বার্তা হিজবুল জঙ্গির ভাইয়ের

 | 
kashmir

সপোর: ৭৭ তম স্বাধীনতা দিবস পালনে মেতে উঠেছে দেশ। বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন করে চলছে স্বাধীনতা উদযাপন। এবারে জম্মু-কাশ্মীরের চিত্রটাও বেশ আলাদা। ইতিমধ্যেই সেখানের লালচকে তেরঙ্গা উত্তোলন করা হয়েছে। তবে সবথেকে বড় বিষয়, এক হিজবুল জঙ্গির পরিবারও আজ ভারতের পতাকা উত্তোলন করেছে কাশ্মীরে। সেই ছবি এবং ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

জম্মু-কাশ্মীরের সপোরে সোমবার হিজবুল জঙ্গি জাভেদ মাট্টুর ভাই রাইসকে দেখা যায় হাতে তিরঙ্গা তুলে নিতে। সে সংবাদমাধ্যমে জানিয়েছে, কারোর থেকে কোনও চাপ আসেনি তার কাছে এই কাজ করার জন্য। সে নিজ মন থেকেই দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছে। তার কথায়, এই প্রথমবার সে ভূস্বর্গে উন্নয়ন দেখেছে। আগে রাজনৈতিক দলগুলি শুধু রাজনীতি করত, মানুষের সঙ্গে খেলত, কিন্তু এখন তা হয় না বলেই তার দাবি। রাইস আরও জানায়, ২০০৯ সালে তার ভাই জঙ্গি হয়ে যায়, এখন সে বেঁচে আছে না মরে গিয়েছে তা তারা কেউই জানে না। তবে তাকে ফিরে আসার বার্তাই সে দিতে চায়। রাইসের দাবি, পাকিস্তান এখন কিছুই করতে পারবে না। তার বক্তব্য, ''সারে জাহা সে আচ্ছা, হিন্দুস্থান হামারা... আমরা হিন্দুস্থানি ছিলাম, আছি, থাকব।''

উল্লেখ্য, জাভদ মাট্টূ ২০০৯ সালে হিজবুল মুজাহিদ্দিন জঙ্গিগোষ্ঠীতে যোগ দেয়। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির প্রথম দশ টার্গেটের মধ্যে এই জাভেদ মাট্টূ রয়েছে। জম্মু-কাশ্মীরে হিংসা এবং জঙ্গিকার্যকলাপ ছড়ানোর অন্যতম মাথা এই জাভেদ বলেই জানা যায়।

Around The Web

Trending News

You May like