দেশের কপ্টার দুর্ঘটনার ইতিহাস কার্যত ভয়ানক! গিয়েছে অনেক প্রাণ

দেশের কপ্টার দুর্ঘটনার ইতিহাস কার্যত ভয়ানক! গিয়েছে অনেক প্রাণ

নয়াদিল্লি: আজ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১৩ জন। মর্মান্তিক এই দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে আরো অনেক মৃত্যুর কথা। এর আগে একাধিকবার আকাশপথে দুর্ঘটনা ঘটেছে এবং তার কারণে মৃত্যু হয়েছে কখনো সেনা আধিকারিক বা কখনো রাজনৈতিক ব্যক্তিত্বের। এছাড়া ভারতের কপ্টার দুর্ঘটনার ইতিহাস ঘেঁটে দেখলে শিহরিত হতেই হবে। তা একদিকে যেমন চমকে দেওয়ার মত, অন্যদিকে ভয়ঙ্কর।

২৮ বছর আগে ঠিক আজকের মত ঘটনা ঘটেছিল। ভেঙে পড়েছিল এমআই-১৭, এবং তখনও প্রাণ গিয়েছিল সস্ত্রীক সেনা আধিকারিকের। কথা হচ্ছে ১৯৯৩ সালের। ভুটানে ঝড়-বৃষ্টির মধ্যে পড়ে সেনার একটি হেলিকপ্টার। তখন হেলিকপ্টারে ছিলেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সেনা প্রধান জামিল মহম্মদ ও তাঁর স্ত্রী। দুজনেই মারা যান। এই ঘটনা বাদ দিলে এই ধরণের একের পর এক ঘটনা পরপর চলে আসবে স্মরণে। কখনও বিমান বা কপ্টার ভেঙে পাইলটের মৃত্যু আবার কখনও অন্য কোনও ব্যক্তিত্বের। এই রকম দুর্ঘটনায় মারা গিয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী। প্রাণ গিয়েছে, মাধবরাও সিন্ধিয়া, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখরা রেড্ডী, অরুণাচল প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ডোর্জি খান্ডুর। এছাড়াও একাধিক কপ্টার দুর্ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের ইতিহাসে।

১৯৯১ সালে ইয়েলাহাঙ্কা স্টেশনের কাছে ভারতীয় বায়ুসেনার অভ্র-এইচএস-৭৪৮ ভেঙে পড়েছিল। দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ২৫ জন। আবার ১৯৯৯ সালে পোখরানের মরুভূমিতে ‘বায়ুশক্তি-99-এ সেনা শক্তি প্রদর্শন করার সময় জেট বিমান দুর্ঘটনার মুখে পড়ে। ১৮ জন সেনাকর্মী সহ মোট ২১ জনের মৃত্যু হয়েছিল তখন। আবার ২০০২ সালে লোকসভার তৎকালীন স্পিকার জিএমসি বালযোগী অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। এছাড়াও ২০১৬ সালে পশ্চিমবঙ্গের দার্জিলিং এর একটি সেনা কপ্টার ভেঙে পড়েছিল সেখানে তিনজন উচ্চপদস্থ আধিকারিকের মৃত্যু হয়েছিল। এদিকে সম্প্রতি উধমপুর বেস থেকে কাশ্মীর যাওয়ার সময় ভেঙে পড়ে কপ্টার। তখন মৃত্যু হয় দুই সেনার। উল্লেখ্য, বিপিন রাওয়াত খোদ এর আগেও একবার হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে ছিলেন কিন্তু তখন তিনি আশ্চর্যজনক ভাবে বেঁচে যান। ঘটনা ছিল ২০১৫ সালের। নাগাল্যান্ডের ডিমাপুরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সেনা হেলিকপ্টার ‘চিতা’ প্রায় কুড়ি ফুট ওপর থেকে ভেঙে পড়ে কিন্তু এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + eleven =