তাঁর ভাষণ মানেই মোদি

তাঁর ভাষণ মানেই মোদি

হাততালি কম কেন? ভাষণ থামালেন ক্ষুব্ধ মোদি! দিলেন নির্দেশ

নয়াদিল্লি: তাঁর ভাষণ মানেই মোদি, মোদি স্লোগান৷ বাক্যে বাক্যে করতালি৷ জনতার উচ্ছ্বসিত করতালি, স্লোগান শুনেই অভ্যস্ত দেশের প্রধানমন্ত্রী৷ কিন্তু, সেই চেনা দৃশ্যে হঠাৎ যেন ব্যতিক্রম৷ মোদির ভাষণে মিলল না তেমন হাততালি৷ আর তাতেই ক্ষুব্ধ মোদি থামালেন নিজের ভাষণ৷ দর্শকদের দিলেন কার্যত হুঁশিয়ারি৷

দিনটা ছিল শুক্রবার৷ দেশের বৃহৎ বণিকসভা অ্যাসোচেমের বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদি৷ ছিল বণিকসভার সদস্যরা৷ মোদি সভায় এসেছেন, আর ভাষণ দেবেন না, তা হয় নাকি! হলও না৷ উঠলেন বক্তব্য রাখার নির্দিষ্ট আসনে৷ মৃদু হাততালিকে দর্শকরা প্রধানমন্ত্রীকে জানালেন স্লাগত৷ কিন্তু, ভাষণের মাঝপথে বিজ্ঞান ভবনে ঘটে গেল ব্যতিক্রমি ঘটনা৷

অর্থনীতি নিয়ে মুখ খুলতেই ঝিমিয়ে গেল হাততালি৷ দেশের অর্থনীতি ভালো রয়েছে, বোঝাতে একের পর পরিসংখান দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু, মোদির দেওয়া পরিসংখ্যান শুনে তখন কেমন নিস্পৃহ উপস্থিত শিল্পমহল৷ দুর্বল প্রতিক্রিয়া৷ বিষয়টি বুঝতে খুব বেশি দেরি করেননি মোদি৷ শিল্পমহলের হাততালির কমতি দেখে হঠাৎ থামালেন নিজের ভাষণ৷

বণিকসভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেই ফেলেন, কী হল, করতালির শব্দ এত কম কেন? একটু বেশি আশা করেছিলাম৷ আপনারা মনে হয় এখনও অতীতের তথ্য পরিসংখ্যান মনে রেখে দিয়েছেন আপনারা৷ তাই বুঝতে পারছেন না৷ মন দিয়ে শুনলে আরও জোরে হাততালি দেবেন আপনারা৷ এরপর অবশ্য আর করতালির অভাব অনুভূত হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 6 =