মোদির জয়ে মহাকালেশ্বরে প্রাথনা উপবাসী মা হীরাবেনের

আমেদাবাদ: দেশে চলছে গেরুয়া ঝড়৷ বিপুল ভোটে জয়ী বিজেপি, দ্বিতীয় বারের জন্য সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদি৷ কিন্তু, জানানে কি, ছেলের জয়ের জন্য আজ দিনভর কী করলেন মা হীরাবেন৷ আজ সকালে ইভিএম খোলার সঙ্গে সঙ্গে সটান চলে যান মন্দিরে৷ উপবাস করে মা যশোদাবেন পুজো দেন অম্বাজি মাতার মন্দিরে৷ ছেলের জয়ের জন্যও করেন প্রার্থনা৷ শুধু অম্বাজি

মোদির জয়ে মহাকালেশ্বরে প্রাথনা উপবাসী মা হীরাবেনের

আমেদাবাদ: দেশে চলছে গেরুয়া ঝড়৷ বিপুল ভোটে জয়ী বিজেপি, দ্বিতীয় বারের জন্য সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদি৷ কিন্তু, জানানে কি, ছেলের জয়ের জন্য আজ দিনভর কী করলেন মা হীরাবেন৷

আজ সকালে ইভিএম খোলার সঙ্গে সঙ্গে সটান চলে যান মন্দিরে৷ উপবাস করে মা যশোদাবেন পুজো দেন অম্বাজি মাতার মন্দিরে৷ ছেলের জয়ের জন্যও করেন প্রার্থনা৷ শুধু অম্বাজি মন্দিরেই নয়, উঞ্ঝার ওই মন্দিরে মহাকালেশ্বরের লিঙ্গে দুধ গঙ্গাজল ঢেলেও করেন প্রার্থনা৷ সংবাদ সংস্থা এএনআইয়ের একটি ভিডিও থেকে দেখা যাচ্ছে, গুজরাটের গান্ধীনগরে নিজের বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে হাত জোর করে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছেন হীরাবেন৷

এর আগে গত ২৩ এপ্রিল সাতসকালে মায়ের পাঁ ছুঁয়ে প্রমাণ করে ভোট দিতে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মায়ের হাতে মিষ্ঠি খেয়ে সটান ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে যান নমো৷ ভোটের লাইনে দাঁড়িয়ে নিজের গণতান্ত্রীক অধিকার প্রয়োগ করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =