সঙ্কটে চাকরি! ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছে এই সংস্থা

কলকাতা: সঙ্কটে দেশের বৃহত্তম কনজিউমার গুডস সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার৷ বুধবার সংস্থার মধ্যে একটি কল চলাকালীন সিনিয়র এক্সিকিউটিভিদের জানানো হয় যে ৩২০০-রও বেশি কর্মীকে এবারে ছাঁটাই…

কলকাতা: সঙ্কটে দেশের বৃহত্তম কনজিউমার গুডস সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার৷ বুধবার সংস্থার মধ্যে একটি কল চলাকালীন সিনিয়র এক্সিকিউটিভিদের জানানো হয় যে ৩২০০-রও বেশি কর্মীকে এবারে ছাঁটাই করা হবে সংস্থা থেকে। তবে ভারতে কোনও কর্মী ছাঁটাই করা হচ্ছে না, ইউরোপের অফিসে ছাঁটাই করা হবে কর্মীদের আগামী ২০২৫ সালের মধ্যে।

মার্চ মাসে এই FMCG জায়ান্ট সংস্থা তাদের একটি প্রোডাক্টিভিটি ইনিশিয়েটিভের মধ্য দিয়ে এই কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে। এর মাধ্যমে দেখা গিয়েছে সংস্থা থেকে মোট ৭৫০০ কর্মীকে ছাঁটাই করা যেতে পারে। একটি অফিসিয়াল বিবৃতিতে সংস্থা জানিয়েছিল যে তাদের অভ্যন্তরীণ পুনর্গঠন প্রক্রিয়া চলছে। আগামী ৩ বছরের মধ্যে সংস্থার প্রোডাকশন কস্ট আরও ৮০০ মিলিয়ন ডলার কমানোর লক্ষ্য নিয়েছে হিন্দুস্তান ইউনিলিভার। আর তাই এই উদ্যোগের একটি অন্যতম কর্মকাণ্ড হল এই কর্মী ছাঁটাই।