দেশে হিন্দুরাজ চলবে, বলেই শাহিনবাগে গুলি যুবকের

দেশে হিন্দুরাজ চলবে, বলেই শাহিনবাগে গুলি যুবকের

নয়াদিল্লি: এবার খাস দেশের রাজধানীর রাজপথে দু’দিনের ব্যবধানে সিএএ বিরোধী মিছিল লক্ষ্য করে চলল এলোপাতাড়ি গুলি৷ গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার রামভক্ত যুবক৷ দিল্লিতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মিছিল লক্ষ্য চালানোর দু’দিন পর দিল্লির শাহিনবাগে চলল গুলি৷

আজ শনিবার বিকেলে নয়েডা লাগোয়া পূর্ব দিল্লির দল্লুপুরা গ্রামের বাসিন্দা কপিল গুজ্জর নামের এক যুবক শাহিনবাগে আন্দোলন চত্বরে চলে আসে৷ সেখানে হঠাৎ শূন্য গুলি চালাতে শুরু করে ওই যুবক৷ পরে ওই যুবকে জাপটে ধরেন প্রতিবাদীরা৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশ হেফাজতে থাকারকালীন ওই যুবক বলতে থাকেন, ভারত হিন্দুরাষ্ট্র হবে৷ এই দেশে কারোর কথা চলবে না৷ হিন্দুরাই বলবে শেষ কথা৷ এদিনের এই ঘটনার পর গুলির শব্দ শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শাহিনবাগ চত্বরে৷ পরে ওই যুবকরে ধরে ফেলেন আন্দোলনকারীরা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিবাদ স্থলের অদূরে জাসোলা মোড়ে ওই যুবক শূন্যে গুলি চালায়৷

এবিষয়ে দিল্লি পুলিশের ডিসিপি চিন্ময় বিসওয়াল জানিয়েছেন, ‘শূন্যে একটি গুলি চালায় ওই যুবক৷ তাকে নিরস্ত করে পুলিশ জেরা শুরু করেছে৷ পাল্টা সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গুলি চলেছে শাহিনবাগের মঞ্চের ঠিক পিছনে৷ সেখান থেকে দু’টি গুলির খোল পাওয়া গিয়েছে৷ গুলি চালানোর সময় আততায়ী বলছিল, ‘এই দেশে হিন্দুদের৷ আমরাই শেষ কথা বলব৷’’

এর আগে গত বৃহস্পতিবার বিকালে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মিছিল লক্ষ্য প্রকাশ্য রাস্তায় হাতে বন্দুক নিয়ে এলোপাতাড়ি গুলি চালাল চালাতে থাকে এক ১৭ বছরের কিশোর৷ সিএএ বিরোধী মিছিল লক্ষ্য করে গুলি চালাতে চালাতে পাল্টা স্লোগান তুলতে থাকে ওই কিশোর৷ ‘আও আজ আজাদি দেতা হুঁ’, এই স্লোগান তুলে পুলিশের সামনে রাজপথে গুলি চালাতে থাকে৷ গুলিতে জখম হন এক পড়ুয়ারা৷ হাতে গুলিবিদ্ধ অবস্থায় ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে অভিযুক্তকে হেফাজতে নেন পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *