hindu
নয়াদিল্লি: জ্ঞানব্যাপী মসজিদের নীচে ছিল হিন্দু মন্দির৷ জ্ঞানব্যাপী নিয়ে বড়সড় তথ্য দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ (ASI)৷ তাদের সমীক্ষার উপর ভিত্তি করে আদালতে মন্দিরের কথা উল্লেখ করেছিলেন হিন্দু পক্ষের আইনজীবী৷ বুধবার আদালত জানাল, এখন থেকে জ্ঞানবাপী মসজিদে পুজো করতে পারবেন হিন্দুরা। মসজিদের সিল করা বেসমেন্টে বা ‘ব্যাস কা তেয়খানা’ চত্বরে হিন্দু দেবতার উপাসনা করা যাবে বলে অনুমতি দিল বারাণসীর আদালত। বুধবার শুনানির শুরুতেই জেলা প্রশাসনের উদ্দেশে বিচারক নির্দেশ দেন, ভক্তদের পুজোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।এর জন্য শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টকে একজন পূজারিকে মনোনীত করার নির্দেশও দেন তিনি৷