তিহার জেলে রোজা রাখছেন হিন্দু বন্দিরাও! কিন্তু, কেন জানেন?

নয়াদিল্লি: দেশে যখন বিভাজনের রাজনীতির কাদা ছোড়াছুড়ি চলছে, ঠিক তখনই সম্প্রীতির সেবা বিজ্ঞাপন ধরা দিল তিহার সংশোধনাগারে৷ এই বছর রমজান মাসে মুসলিম বন্দিদের পাশাপাশি রোজা রাখছেন অন্তত ১৫০ জন হিন্দু বন্দিও। গত বছর এই সংখ্যাটা ছিল ৫৯৷ এবছরে তা একলাফে বেড়েছে তিন গুণ৷ সংশোধানাগারের মুখপাত্র জানিয়েছেন, তিহারের বিভিন্ন জেলে আপাতত ১৬ হাজার ৬৬৫ জন বন্দি রয়েছেন৷

তিহার জেলে রোজা রাখছেন হিন্দু বন্দিরাও! কিন্তু, কেন জানেন?

নয়াদিল্লি: দেশে যখন বিভাজনের রাজনীতির কাদা ছোড়াছুড়ি চলছে, ঠিক তখনই সম্প্রীতির সেবা বিজ্ঞাপন ধরা দিল তিহার সংশোধনাগারে৷ এই বছর রমজান মাসে মুসলিম বন্দিদের পাশাপাশি রোজা রাখছেন অন্তত ১৫০ জন হিন্দু বন্দিও। গত বছর এই সংখ্যাটা ছিল ৫৯৷  এবছরে তা একলাফে বেড়েছে তিন গুণ৷

সংশোধানাগারের মুখপাত্র জানিয়েছেন, তিহারের বিভিন্ন জেলে আপাতত ১৬ হাজার ৬৬৫ জন বন্দি রয়েছেন৷  তাঁদের মধ্যে হিন্দু-মুসলিম মিলিয়ে মোট ২ হাজার ৬৫৮ জন বন্দি রোজা পালন করছেন৷  মে মাসের প্রথম সপ্তাহেই তিহারের বিভিন্ন জেলের হিন্দু বন্দিরা তাঁদের সুপারদের জানিয়েছিলেন, তাঁরাও মুসলিম বন্দিদের মতো রমজান মাসে রোজা রাখতে চান৷ তাঁদের আবেদন সারা দিয়ে জেল সুপার মুসলিম বন্দিদের সঙ্গে রোজা করতে ইচ্ছুক হিন্দু বন্দিদের ছাড়পত্র দেন৷

তিহার জেলে রোজা রাখছেন হিন্দু বন্দিরাও! কিন্তু, কেন জানেন?কেন রোজা রাখেন হিন্দু বন্দিরা? তিহার কর্তৃপক্ষ জানিয়েছেন, হিন্দু বন্দিরা রোজা রাখার জন্য নানান কারণ দেখিয়েছেন৷ তার মধ্যে উল্লেখযোগ্য, মুসলিম বন্দিদের প্রতি সংহতি দেখাতে চান তাঁরা৷ তবে কর্তৃপক্ষের দাবি, অপরাধ করে সংশোধনাগারে আসার পরে অধিকাংশ বন্দির মধ্যেই ধর্মের প্রতি আগ্রহ জন্মায়৷ ধর্মের পথেই তাঁরা শান্তির খোঁজ করেন৷ ৮০ থেকে ৯০ শতাংশ বন্দিকেই সংশোধনাগারে এসে ধার্মিক হয়ে উঠতে দেখেছে জেল কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 6 =