এলাহাবাদ: তাজমহল নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। কারণ বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে, এখানে লুকানো আছে একাধিক হিন্দু দেবদেবীর মূর্তি! তাই তাজমহলের ভেতর ২০ টি ঘর খোলার আবেদন জানিয়ে এলাহাবাদ হাই কোর্টে মামলা দায়ের করেছে এক বিজেপি নেতা। মামলাকারীর দাবি, ওই ঘর গুলি দীর্ঘ সময় ধরে বন্ধ করে রাখা, কাউকেই ঢুকতে দেওয়া হয় না। কেন হবে না, এই প্রশ্নও তোলা হয়েছে।
আরও পড়ুন- বাড়তি ২.৫ লাখ প্রার্থী পাবেন চাকরির সুযোগ, RRB NTPC নিয়ে বড় সিদ্ধান্ত রেলের
৫ মে তাজমহলে ধর্ম সংসদ অনুষ্ঠিত করার ডাক দিয়েছিলেন অযোধ্যার সাধু জরদ্গুরু পরমহংস আচার্য। তিনি আবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার কথাও বলেছিলেন তাজমহলে। কারণ বেশ কয়েকটি কট্টরপন্থী হিন্দু সংগঠন তাজমহলকে ‘তেজো মহালয়া’ নামক একটি হিন্দু মন্দির বলে দাবি করে। বিশ্বাস করে যে এখানে একক সময়ে শিবলিঙ্গ ছিল। এই দাবি তোলার পর যে আলোড়ন সৃষ্টি হয়েছে তার মধ্যেই আবার নতুন বিতর্ক। অযোধ্যা জেলায় ভারতীয় জনতা পার্টির মিডিয়া ইনচার্জ ডঃ রজনীশ সিং দাবি করছেন, তাজমহলের প্রায় ২০টি কক্ষে লুকিয়ে রাখা আছে হিন্দু দেবদেবীদের একাধিক মূর্তি। আর্কেওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া যাতে এই ঘর গুলি খুলে পরীক্ষা করে তার আবেদন জানান হয়েছে।
এই দাবির পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারকেও আবেদন জানান হয়েছে যাতে তারা একটি কমিটি গঠনের নির্দেশ দেয়। সেই কমিটি তাজমহলের ওই ঘর গুলি পরীক্ষা করবে এবং সেখানে যদি কোনও মূর্তি উদ্ধার হয় তাহলে তাদের সঙ্গে হিন্দুদের কোনও রকম সম্পর্ক আছে কিনা তা বিচার করবে। সব মিলিয়ে নতুন করে শিরোনামে চলে এসেছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি।