NRC অসম্পূর্ণ, হিন্দুদের সুবিচার মেলেনি! বিস্ফোরক বিজেপি নেতা

বিজেপিকে এনআরসি ইস্যুতে বড় রকমের অস্বস্তিতে ফেললেন অসমের প্রভাবশালী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা

দিসপুর: অসমে নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসি করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। বিতর্কিত এই সিদ্ধান্ত নিয়ে বহু সময় ধরে গোটা দেশে উত্তেজনা ছড়িয়ে ছিল। ৪০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল ভারত। পরবর্তী ক্ষেত্রে ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল। যদিও নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল বিজেপি এবং এনআরসি’র স্বপক্ষে একাধিক যুক্তি ও দেওয়া হয় এবং দাবি করা হয় দেশের অন্যান্য রাজ্যেও এটি লাগু হবে। তবে এখন বিজেপিকে এনআরসি ইস্যুতে বড় রকমের অস্বস্তিতে ফেললেন অসমের প্রভাবশালী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করলেন, হিন্দুরা আদতে সুবিচার পায়নি, এনআরসি অসম্পূর্ণ। 

অসমের এই গেরুয়া নেতা এনআরসি প্রসঙ্গে দাবি করেন, হিন্দুদের যে সুবিচার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রাখা যায়নি। বরাক উপত্যকায় হিন্দুদের সুবিচার দেওয়ার প্রতিশ্রুতি পালন করতে হবে। কিন্তু সেখানকার হিন্দুরা এখনো পর্যন্ত বঞ্চিত, তাদের সুবিচারের ব্যাপারে এখনও ইতিবাচক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এনআরসি প্রক্রিয়া অসম্পূর্ণ রয়ে গিয়েছে। এই পরিপেক্ষিতে প্রাক্তন এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হ্যাজেলাকে দোষী হিসেবে দেখছেন হিমন্ত বিশ্ব শর্মা। মূলত, এনআরসি চূড়ান্ত তালিকা নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন উঠেছে। কারণ আদতে যাদের অনুপ্রবেশকারী বলা হচ্ছিল তেমন বেশ কয়েকজনের নাম তালিকায় চলে এলেও বরাক উপত্যকার মানুষ বঞ্চিত হয়ে গিয়েছে। এই কারণে একদিকে যেমন অস্বস্তি বেড়েছে বিজেপির, অন্যদিকে ক্ষোভ বেড়েছে বিজেপি নেতা হিমন্তের।

এই প্রসঙ্গে তিনি আরো মন্তব্য করেছেন, এমন অনেক মানুষ আছেন যারা ভারতমাতার ওপর বিশ্বাস রাখেন তারাই এখন ডিটেনশন ক্যাম্পে। এনআরসি প্রক্রিয়া অসম্পূর্ণ রয়ে যাওয়া হিন্দুরা সুবিচার পাননি। তাদের জন্য কাজ করা এখনো বাকি রয়ে গেছে। প্রতীক হ্যাজেলাকে কাঠ গড়ায় তুলে তাঁর দাবি, ওই ব্যক্তির জন্য এই অসময়ে এনআরসি প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটেছে এবং ত্রুটিপূর্ণ তালিকা গঠন হয়েছে।প্রসঙ্গত, প্রতীক হ্যাজেলার অপসারণের পর অসম এনআরসির নতুন কো-অর্ডিনেটর হয়েছেন হীতেশ দেবশর্মা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 8 =