উৎসবের মরশুমে ট্রেনের ভাড়া বৃদ্ধি? কী বলছে রেল

উৎসবের মরশুমে ট্রেনের ভাড়া বৃদ্ধি? কী বলছে রেল

 

নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম৷ দুর্গা পুজোর পরই আসছে দিওয়ালি, ছট৷ এই উপলক্ষ্যে ৩৯২টি উৎসব স্পেশাল ট্রেন চালু করেছে ভারতীয় রেল৷ যাত্রী চাহিদা মেটাতে সোমবার থেকে শুরু করে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই অতিরিক্ত স্পেশাল ট্রেনগুলি৷ তবে উৎসবের মরশুমে বাড়তি উপার্জন করতে বুধবার রেলওয়ে ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়৷ যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে রেল৷ 

আরও পড়ুন- বন্যাবিধ্বস্ত তেলেঙ্গানার পাশে মমতা, ২ কোটি টাকা দান করলেন ত্রাণ তহবিলে

ভাড়া বৃদ্ধি নিয়ে জল্পনার মাঝে রেল মন্ত্রকের তরফে এই খবর ‘সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করা হয়েছে৷ রেলওয়ের তরফে জানানো হয়েছে, উৎসবের মুরশুমে এবং গরমের ছুটিতে যে স্পেশাল ট্রেন চালানো হয়, সেগুলির ভাড়া সাধারণ ট্রেনগুলির থেকে পৃথক হয়৷ একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পুজোর মরশুমে ভাড়া বৃদ্ধি নিয়ে যে খবর চাউর হয়েছে, তা ভুল ও বিভ্রান্তিকর৷ নিয়ম অনুযায়ী, যাত্রী ভিড় সামাল দিতে ফেস্টিভ সিজন বা গ্রীষ্মকালীন ছুটিতে যে সকল স্পেশাল ট্রেন চালানো হয়, সেগুলির ভাড়া সাধারণ মেল বা এক্সপ্রেস ট্রেনের চেয়ে বেশি হয়৷’’

আরও পড়ুন- বিজেপি-জেডিইউ জোট শচীন-শেহবাগ ওপেনিং জুটির মতো সুপারহিট: রাজনাথ

দুর্গাপুজো, দশেরা, দিওয়ালি এবং ছট উপলক্ষে এই স্পেশাল ট্রেনগুলি কলকাতা, পাটনা, বারাণসী, লখনউয়ের মতো শহর থেকে ছুটবে৷ যে অতিরিক্ত ৩৯২টি ট্রেন চালানো হবে, তার জন্য গুণতে হবে অতিরিক্ত ভাড়া৷  এর মধ্যে বাংলা পেয়েছে ৬৬টি ট্রেন। ২৫ মার্চ লকডাউনের পর বন্ধ হয়ে গিয়েছিল রেল পরিষেবা৷ এর পর কোভিড পরিস্থিতির মধ্যেই ধাপে ধাপে ৬৬৬ মেল ট্রেন ও এক্সপ্রেস ট্রেন চালাচ্ছে রেল। তার সঙ্গে যুক্ত হল ৩৯২টি ট্রেন আগামী ৪০ দিনের জন্য। শ্রেণি অনুযায়ী, এই সব উৎসব স্পেশাল ট্রেনে ১০-৩০ শতাংশ বেশি টাকা দিতে হবে। ৫৫ কিলোমিটার ঘণ্টা পিছু গতিতে চলবে এই ট্রেনগুলি।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 6 =