মহিলাদের বিরুদ্ধে অপরাধ সবচেয়ে বেশী উত্তরপ্রদেশে, কী হাল বাংলায়?

মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে উত্তরপ্রদেশে। এমনকী এ বছর তো গত ছবছরের রেকর্ড ভেঙে গিয়েছে। রবিবার জাতীয় মহিলা কমিশন এ নিয়ে তথ্য প্রকাশ করে। সেখানে দেখা গিয়েছে গত বছর ভারতে মেয়েদের বিরুদ্ধে অপরাধের পরিসংখ্যান ২৩ হাজার ৭২২টি। এর মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। বাংলার স্থান দশমে।

লখনউ: মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে উত্তরপ্রদেশে। এমনকী এ বছর তো গত ছবছরের রেকর্ড ভেঙে গিয়েছে। রবিবার জাতীয় মহিলা কমিশন এ নিয়ে তথ্য প্রকাশ করে। সেখানে দেখা গিয়েছে গত বছর ভারতে মেয়েদের বিরুদ্ধে অপরাধের পরিসংখ্যান ২৩ হাজার ৭২২টি। এর মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। বাংলার স্থান দশমে।

জাতীয় মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, প্রায় ২৪ হাজার অপরাধ এ বছর রেজিস্ট্রার্ড হয়েছে। তার মধ্যে ১১ হাজার ৮৭২টি অপরাধ সংঘটিত হয়েছে উত্তরপ্রদেশে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। দেশের রাজধানীতে গত বছর মহিলাদের ২ হাজার ৬৩৫টি অপরাধ সংঘটিত হয়েছিল বলে তথ্যে প্রকাশ। তৃতীয় স্থানে রয়েছে হরিয়ানা। এখানে মোট ১ হাজার ২৬৬টি মামলা নথিভুক্ত হয়েছে। দশম স্থানে রয়েছে বাংলায়। গত বছর এই রাজ্যে মহিলাদের বিরুদ্ধে ৪৫৮টি অপরাধ লিপিবদ্ধ হয়েছে। মহিলাদের বিরুদ্ধে হওয়া এই অপরাধের মধ্যে এক চতুর্থাংশই গার্হস্থ্য হিংসার ঘটনা।

এই তথ্য প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই বিজেপি অভিযোগ তুলেছে যে বাংলায় মহিলারা সুরক্ষিত নয়। এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও একই কথা বলেছেন। কিন্তু জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট প্রকাশ হওয়ার পর সামনে এল অন্য চিত্র। জানা গেল বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ ও হরিয়ানায় মহিলাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপরাধ হয়েছে।

প্রসঙ্গত, মার্চ মাসে শুরু হয়েছে লকডাউন। তারপর থেকেই গার্হস্থ্য হিংসার সংখ্যা বেড়ে গিয়েছে। জুলাই মাস সর্বাধিক গার্হস্থ্য হিংসার রিপোর্ট জমা পড়ে মহিলা কমিশনে। সব মিলিয়ে এ বছর পাঁচ হাজারেরও বেশি গার্হস্থ্য হিংসার অভিযোগ জমা পড়েছে। জানা গিয়েছে, সম্মানের সঙ্গে বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এমন ঘটনা ঘটেছে ৭ হাজার ৭০৮টি। এই অপরাধের সংখ্যাই প্রবল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =