করোনা আবহে পুরীর রথযাত্রার অনুমতি হাইকোর্টের, ছাড়পত্র কেন্দ্রের

করোনা আবহে পুরীর রথযাত্রার অনুমতি হাইকোর্টের, ছাড়পত্র কেন্দ্রের

ভুবনেশ্বর: চলছে করোনা মহামারী৷ করোনা রুখতে চলছে দীর্ঘ লকডাউন৷ রয়েছে বিধিনিষেধ৷ করোনা আবহের মধ্যে কীভাবে পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হবে, তা নিয়ে এবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ওডিশা হাইকোর্ট৷ একইসঙ্গে ওডিশা প্রশাসনকে রথ যাত্রার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ তবে রয়েছে বেশ কিছু শর্ত৷

পুরীর রথ তৈরি থেকে শুরু করে রথযাত্রা নিয়ে রাজ্য প্রশাসনকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছে ওডিশা হাইকোর্ট৷ সম্প্রতি এই মর্মে ওডিশা হাইকোর্টে মামলা দায়ের করে জগন্নাথ সংস্কৃতি গণজাগরণ মঞ্চ৷ মামালায় রথ তৈরি ও রথযাত্রা অনুমতি চাওয়া হয় ওই মঞ্চের তরফে৷ পাশাপাশি রথযাত্রায় অংশগ্রহণকারী সমস্ত সেবায়েত-সহ সবার করোনা পরীক্ষা করার অনুমতিও চাওয়া হয়৷

বৃহস্পতিবার ওডিশা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্য প্রশাসনকে মামলাকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে৷ অন্যদিকে ওড়িশার মুখ্য সচিবকে চিঠি দিয়ে পুরীর মন্দির কর্তৃপক্ষকে রথ তৈরি করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ তবে পরবর্তী পরিস্থিতি বিচার করে রথযাত্রা কীভাবে করা যাবে, সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, জানিয়েছে কেন্দ্র৷

রথ তৈরির অনুমতি দেওয়া হলেও গোটা বিষয়টি কার্যকর রাজ্য সরকারকে করতে হবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ তবে, হাইকোর্ট ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অনুমতি মিললেও করোনা সংক্রমণের আবহে কীভাবে কর্মসূচি নেওয়া হবে, তা এখনও ওডিশা সরকারের তরফে জানানো হয়নি৷ করোনা পরিস্থিতির জেরে রথযাত্রা হলেও তাতে ভিড় ও আড়ম্বর নাও থাকতে পারে বলে সূত্রের খবর৷ মাথায় রাখা হবে স্বাস্থ্যবিধি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =