নয়াদিল্লি: সাত দশকের চুক্তি রাতারাতি খারিজ করে কাশ্মীর ইস্যুতে ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের৷ অবশেষে বাতিল হল জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা৷ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ সুবিধা তুলে নেওয়ার প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ৩৭০ ধারা খর্ব করার প্রস্তাব পেশেক ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে স্বাক্ষর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের৷ রাষ্ট্রপতির স্বাক্ষরের জেরে জম্মু ও কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হচ্ছে৷ একই সঙ্গে লাদাখ হবে কেন্দ্র শাসিত অঞ্চল৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর হতেই উপত্যাকায় যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ জারি হয়েছে হাই অ্যালার্ট৷ দেশের সমস্ত রাজ্যকে হাই অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র৷
কেন্দ্রের তরফে জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পরই দেশের সমস্ত রাজ্যে সতর্ক থাকার নির্দেশ পাঠাল কেন্দ্র৷ সুনিশ্চিত করতে হবে কাশ্মীরি পড়ুয়াদের নিরাপত্তা। ভিন রাজ্য থেকে কাশ্মিরিদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ। নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক থাকার নির্দেশ। হাই অ্যালার্ট জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের সিদ্ধান্তের পরে সব রাজ্যে হাই অ্যালার্ট জারি স্বরাষ্ট্রমন্ত্রীর৷
Ministry of Home Affairs issues an order to Chief Secretaries & Director Generals of Police (DGPs) of all state/UTs and Commissioner of Police, Delhi that immediate instruction may be issued to security forces & law enforcement agencies in all states to put them on maximum alert pic.twitter.com/LRyMhCoRbU
— ANI (@ANI) August 5, 2019
কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্তের পর তৎপরতা শুরু করেছে আইবি৷ কোন কোন জঙ্গী সংগঠন কাশ্মীরে সক্রিয়? জম্মু কাশ্মীরে জঙ্গি সক্রিয়তা নিয়ে রিপোর্ট চাইল আইবি। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পৌঁছে গিয়েছে রাজ্যের কাছেও। স্যাটেলাইট ফোনে জঙ্গিদের হদিস পাওয়া গিয়েছে বলে খবর৷ লস্কর, জেএমবির গতিবিধির কথা জানানো হয়েছে বলে সূত্রের খবর। সেনাকে সেই তথ্য দেওয়া হয়েছে বলে আইবি সূত্রে খবর৷
Ministry of Home Affairs: It is requested to take special care to ensure the safety and security of residents of Jammu & Kashmir, especially the students in various parts of the country. https://t.co/G1GQgXxQDV
— ANI (@ANI) August 5, 2019
অন্যদিকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাশ্মীর সফরের আগে পাক সীমান্তে পাঠানো হচ্ছে অতিরিক্ত ৯ হাজার সেনা৷ গত দু’সপ্তাহে অন্তত ৩৫ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে কেন্দ্র৷ মূলত কাশ্মীরের আইন শৃঙ্খলা রক্ষা ও জঙ্গি কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ বলে খবর৷ জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা তুলে নেওয়ার পর যাতে সেখানে কোনও সমস্যা তৈরি না হয়, তা নিশ্চত করতেই উুপত্যাকায় সেনা বাড়ানো হচ্ছে বলে খবর৷ ইতিমধ্যেই দেশের সমস্ত কেন্দ্র শাসিত অঞ্চলগুলির নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা কড়াকড়ি করতে কেন্দ্রের তরফে জারি করা হয়েছে সতর্কবার্তা৷
NSA Ajit Doval is expected to visit Kashmir valley today along with other senior security officials to review the situation on ground. NSA Doval had earlier visited Srinagar in last week of July before the implementation of decision to revoke Article 370. (file pic) pic.twitter.com/lHhjiazZSx
— ANI (@ANI) August 5, 2019
সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করার পর জম্মু ও কাশ্মীর প্রশাসনের উচ্চ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ নিতে পারেন বেশ কিছু সিদ্ধান্ত নেন৷ ৩৭০ ধারা তুলে নেওয়ার ক্ষেত্রে গোটা পরিস্থিতি কেমন হতে পারে, বা তা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, বুঝে নেওয়ার চেষ্টা করতে পারেন তিনি৷ পুলওয়ামা হামলার ঘটনা মাথায় রেখে সেনা জওয়ানদের বিমান পথেই কাশ্মীরে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে৷ গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীর সফরে যান ডোভাল৷ এই নিয়ে দু’সপ্তাহের ব্যবধানে দু’বার কাশ্মীরে যাচ্ছেন ডোভাল৷