ইয়ে লো আজাদি! পড়ুয়াদের মিছিলে গুলি ‘রামভক্ত’ যুবকের

ইয়ে লো আজাদি! পড়ুয়াদের মিছিলে গুলি ‘রামভক্ত’ যুবকের

নয়াদিল্লি: এবার খাস দেশের রাজধানীর রাজপথে সিএএ বিরোধী মিছিল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাল এক যুবক৷ দিল্লিতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মিছিল লক্ষ্য করে গুলি৷ গুলিবিদ্ধ এক পড়ুয়ারা৷ মিছিল লক্ষ করে গুলি চালানোর ঘটনায় ‘রামভক্ত’ গোপাল নামের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুলিশের সামনে ‘রামভক্ত’ গোপাল কীভাবে গুলি চালালো, কোথা থেকে সে অস্ত্র পেলে? উঠছে প্রশ্ন৷

জানা গিয়েছে, আজ দুপুরে  জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মিছিল লক্ষ্য প্রকাশ্য রাস্তায় হাতে বন্দুক নিয়ে এলোপাতাড়ি গুলি চালাল চালাতে থাকে ওই যুবক৷  সিএএ বিরোধী মিছিল লক্ষ্য করে গুলি চালাতে চালাতে পাল্টা স্লোগান তুলতে থাকে ওই যুবক৷ ‘আও আজ আজাদি দেতা হুঁ’, এই স্লোগান তুলে পুলিশের সামনে রাজপথে গুলি চালাতে থাকে ওই যুবক৷ গুলিতে জখম হন এক পড়ুয়ারা৷ হাতে গুলিবিদ্ধ অবস্থায় ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে অভিযুক্ত যুবককে হেফাজতে নেন পুলিশ৷ 

আজ মহাত্মা গান্ধীর মৃত্যুদিবসে জামিয়ার ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে রাজঘাট পর্যন্ত মিছিল করেন পড়ুয়ারা৷ মিছিল শুরু হতেই ওই যুবক মিছিলের মধ্যে ঢুকে গুলি চালাতে শুরু করে৷ বিক্ষোভকারীরা ওই যুবককে জাপটে ধররে ফেললেও পুলিশের সামনে চলতে থাকে গুলি৷ মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ পরে বন্দুকধারী হেফাজতে নেয় পুলিশ৷ বিক্ষোভকারী পড়ুয়ারা জানতে পেরেছেন, ওই যুবক রামভক্ত৷ সিএএ বিরোধী মিছিল বানচাল করতে ওই যুবক এই ঘটনা ঘটিয়েছে৷ প্রত্যক্ষদর্শী পড়ুয়ারা জানিয়েছেন, ইয়ে লো আজাদি, বলতে বলে গুলি ছুড়তে থাকে ওই যুবক৷ এর আগেও দিল্লির শাহিন বাগ থেকে বন্দুক হাতে ধরা পড়েছিল এক যুবক৷ এবার সরাসরি চলল গুলি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =