নয়াদিল্লি: ‘হার্ড ইমিউনিটি’ কোনও কাজের কথা নয়৷ প্রয়োজন টিকা৷ আর এই টিকা উৎপাদন করোনাকে বধ করতে সম্ভব৷ ভারত এই টিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ এমনটাই দাবি করলেন বিল গেটস৷
মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা সাফ জানিয়ে দিয়েছেন, করোনা টিকা উৎপাদনে ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি খুব বড় ভূমিকা পালন করতে চলেছে৷ কারণ তাদের সুলভ মূল্যে উচ্চ মানের টিকা উৎপাদনের ক্ষমতা রয়েছে৷ মঙ্গলবার বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের চতুর্থ বার্ষিকে এমনই জানান গেটস৷
তিনি জানিয়েছেন, ২০ বছরের অগ্রগতি লাইনচ্যুত হয়ে পড়েছে সামাজিক ও আর্থিক ক্ষেত্রে মহামারীর ধাক্কায়৷ দারিদ্র বেড়েছে ৭ শতাংশ৷ ২০২১ সালের শেষে বিশ্ব অর্থনীতি ১২ লক্ষ কোটি ডলারের বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে বিশ্ব জিডিপির এত বড় পতন আর হয়নি বলেও জানিয়েছেন তিনি৷ এই অবস্থায় এক সাক্ষাৎকারে বিল গেটস বললেন, বিশ্বযুদ্ধের পর থেকে করোনা মহামারী সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ টিকা তৈরি হওয়ার পর প্রচুর পরিমাণে তার উৎপাদনের জন্য ভারতের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব৷ যদিও,করোনা ভাইরাসের টিকা উৎপাদন ও বণ্টনে গতি আনার লক্ষ্যে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ইতিমধ্যেই হাত মিলিয়ে গেটস ফাউন্ডেশন৷