কৃষকরা নিজেরাই জানেন না তাদের দাবি কী! বিতর্কিত মন্তব্য হেমা মালিনীর

কৃষকরা নিজেরাই জানেন না তাদের দাবি কী! বিতর্কিত মন্তব্য হেমা মালিনীর

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইন এর বিরুদ্ধে বিগত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলনে দেশের কৃষকরা। যতদিন না এই তিনটি আইন প্রত্যাহার করা হচ্ছে ততদিন আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আপাতত সুপ্রিম কোর্ট এই তিনটি আইনে স্থগিতাদেশ জারি করলেও যে কমিটি গঠন করা হয়েছে সমস্যা সমাধানে সেই কমিটি নিয়ে খুশি নয় কৃষক সংগঠনগুলি। এই পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করে ফেললেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী। তাঁর কথায়, কৃষকরা নিজেরাই জানেন না তাদের কী দাবি! স্বাভাবিকভাবেই এই মন্তব্যের পর হইচই শুরু হয়েছে দেশজুড়ে।

হেমা মালিনী জানিয়েছেন,সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে কৃষক আন্দোলন এবং কৃষি আইনের প্রেক্ষিতে তার ফলে উত্তেজনা কমবে। পরিস্থিতি শান্ত হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু একাধিকবার বৈঠকের পরেও কৃষকরা একত্রিত হতে পারেননি নিজেদের সিদ্ধান্তে। তারা নিজেরাই হয়তো জানেন না কৃষি আইনের কি সমস্যা রয়েছে বা আদৌ কোন সমস্যা আছে কিনা। হেমার বক্তব্য, কৃষকরা নিজেরাই জানেন না তারা আদতে কি চান। দেখে মনে হচ্ছে কারো মতে তারা ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন! তাৎপর্যের বিষয় হল, এর আগে একাধিকবার গেরুয়া নেতৃত্বে তরফে দাবি করা হয়েছে সন্ত্রাসবাদী এবং খলিস্তান পন্থীরা এই আন্দোলনে যুক্ত হয়েছেন। এমনকি মাওবাদীরাও এই আন্দোলনে রয়েছেন। কেউ কেউ এমনও বলেছেন, এই আন্দোলনে কোন কৃষক নেই। এবার হেমা মালিনীর বক্তব্য বহিরাগত উস্কানির দাবি পরিষ্কার। 

কৃষি আইন এবং কৃষকদের আন্দোলনের বিষয়ে তদারকি করার জন্য একটি কমিটি গঠন করেছে শীর্ষ আদালত। ৪ সদস্য বিশিষ্ট এই কমিটি কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে কৃষকদের যাবতীয় নালিশ, অভিযোগ শুনবে এবং এ ব্যাপারে সরকারের বক্তব্যও শোনা হবে। এরপর এ বিষয়ে পরামর্শ দেবে সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগপত্র শুনে  ৪ সদস্যবিশিষ্ট কমিটি তৈরি করে আদালত। কিন্তু এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল, উক্ত ৪ জন নাকি একসময় কৃষি আইনের সমর্থন করতে দেখা গিয়েছিল, অভিযোগ কৃষকদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *